রাজধানীর বংশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইয়াছিন আহম্মেদ রাজ হত্যা মামলায় বংশাল ৩৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. অনিককে (২৭) গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ।
সোমবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
বংশাল থানা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বংশাল থানার নয়াবাজার নবাব ইউসুফ সড়কে আরও অনেক ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেন ইয়াছিন। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে গুলিতে ইয়াছিন গুরুতর আহত হয়। আহত ইয়াছিনকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইয়াছিনের মা শাহিদা বেগম বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর বংশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে অনিককে গ্রেফতার করা হয়।