X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

সোহরাওয়ার্দী উদ্যানের পাশের মাজারে হামলার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৫ নভেম্বর ২০২৪, ২১:০৮আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ২১:০৮

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের পাশের হয়রত হাজী খাজা শাহবা‌জ (রাহ:) এর মাজারে হামলা, ভাঙচুর ও মাজারের দানবাক্স নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মাজা‌রের খা‌দেম জহিরুল ইসলাম অভিযোগ করেন, সকালে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে আসা কয়েক হাজার মানুষ মাজারে হামলা ও ভাঙচুর করে। এ সময় মাজারের ভেতরে ঢুকে ভক্তদের মারধর করে। তারা জুতা পরে মাজারে প্রবেশ করে লোহার রেলিং ভেঙে ফেলে। তিনটি দানবাক্সও নিয়ে চলে যায়।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে মাজা‌রে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেছেন মাজারের খা‌দেম জহিরুল ইসলাম।

তবে শাহবাগ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খা‌লেদ মুনসুর বলেন, ‘এ ধরনের কোনও অভিযোগ আমাদের কাছে নেই। মাজারের খাদেম কিংবা কেউ কোনও লিখিত বা মৌখিক অভিযান জানায়নি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে অনু‌ষ্ঠিত ইসলামী মহাসম্মেলন দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষাধিক আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুস‌ল্লি অংশ নেন। ফজরের পরপরই সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার ধর্মপ্রাণ মুস‌ল্লি আসতে থাকে। বেলা ১০টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকা মানুষে ভরে যায়। এ সময় মাজারের সামনে ও ভেতরে কয়েক হাজার মানুষকে দেখা যায়। সকাল ১১টার দি‌কে একদল ‘তৌ‌হি‌দি জনতা’ হয়রত হাজী খাজা শাহবা‌জের (রাহ.) মাজা‌রে যান। মাজা‌রে দা‌য়িত্বরত ব‌্যক্তিরা বাধা দি‌তে এলে তা‌দেরও মারধর করার অভিযোগ ওঠে।

মাজা‌রের খা‌দেম জহিরুল ইসলাম ব‌লেন, ‘সকাল ১১টার দি‌কে তারা এসেই আমাদের গেটের বাইরের ব্যানার-পোস্টার ছিড়ে ফেলে। মাজারের ভেতরে থাকা ভক্তদের মারধর করে। তারা জুতা পরে মাজারে প্রবেশ করে এবং লোহার রেলিং ভেঙে ফেলে। তিনটি দানবাক্স ছিল, সেগুলো নিয়ে গেছে। এ সময় তারা এখানে একজন মহিলাকেও মারধর করেছে। ঘটনার এক পর্যায়ে আমরা সেনাবাহিনীকে খবর দেই। সেনাবাহিনী আসায় তারা মাজার পুরোপুরি ভাঙতে পারেনি। সমাবেশ শেষে আবারও মাজার ভাঙবে ব‌লে হুম‌কি দি‌য়ে যায়।’

এ বিষ‌য়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খা‌লেদ মুনসুর ব‌লেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী সম্মেলনকে কেন্দ্র করে প্রচুর মানুষ এসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় তিল ধারনের ঠাঁই ছিল না। মাজারের রেলিংয়ে অনেক মানুষ দাঁড়াতে বা বসতে পারে। এ ধর‌নের ভঙচুরের কোনও অভিযোগ পাইনি।’

মাজারের খাদেমের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যখন মাজারে হামলা হয়, তখন খাদেম সাহেব তো থানার ওসিকে ফোন করবেন। কিংবা থানাকে জানাবেন। এমন কোনও অভিযোগ আমরা পাইনি। এখন পর্যন্ত লিখিত কিংবা মৌখিত কোনও অভিযোগ আমাদের কাছে আসেনি।’

/এবি/আরআইজে/
সম্পর্কিত
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
রাজধানীতে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’