X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আমরা একে অপরের ভাই ভাই, মিলে-মিশে থাকা উচিত: আদালতে আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৪, ১৪:১০আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৫:৫৯

আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেছেন, আজ যে পরিবেশ দেখছেন আগামীকাল তা থাকবে এটা মনে করবেন না। আমরা একে অপরের ভাই ভাই। মিলে-মিশে থাকা উচিত। আমরা এক সাথে থাকবো। কেন দ্বন্দ্বে জড়াবো?

তখন বিএনপির আইনজীবীরা চিৎকার শুরু করেন। তারা বলেন, আমু ভয় দেখাচ্ছেন। তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের শান্ত করেন।

পরে আমু বলেন, আমরা যার যার পক্ষ অবলম্বন করবো। নিজেরা নিজেরা কেন দ্বন্দ্বে জড়াবো।

বৃহস্পতিবার (৭ নভেম্বর ) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ড শুনানিতে একথা বলেন আমির হোসেন আমু।

বক্তব্যের শুরুতে আমির হোসেন বলেন, আমি ঢাকা বারের সদস্য, হাইকোর্ট বারের সদস্য। এখানকার পরিবেশ দেখে দুঃখিত। এই পরিবেশে কিছু বলা উচিত না। মামলা চলবে। ভবিষ্যতে আমি আমার বক্তব্য উপস্থাপন করবো। রাষ্ট্রপক্ষের আইনজীবী অনেক কথা বলেছেন। আমি একজন রাজনিতিবিদ। রাজনৈতিক বক্তব্য দিতে গেলে দুই ঘণ্টা লেগে যাবে।

এরপর ওমর ফারুক বলেন, যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন কি খবর নিয়েছিলেন সুপ্রিম কোর্ট, ঢাকা বারের? আইনজীবীরা তো ভালোই ছিল। কিন্তু নির্বাচনের সময় সিল মেরে ভোট নিয়ে গেছে, আইনজীবীদের মারধর করেছে। তখন তিনি কী ভূমিকা নিয়েছিলেন?

আদালতে আমির হোসেন আমু (ছবি: ফোকাস বাংলা)

পরে আমু বলেন, প্রথমবার যখন গোলমাল হয় আমি এর বিরোধিতা করি। ভোট দিতে আসিনি, বয়কট করেছি।

পরে আদালত তার ৬ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শুনানিতে ফারুকী বলেন, স্বাধীনতার পর  শেখ মুজিবকে ভুল বুঝিয়ে ষড়যন্ত্রের বীজ বপন করেন আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ। স্বৈরাচারী বাকশাল তৈরি করেন। রক্ষীবাহিনী গঠন করে ৩৫ হাজার জাসদ নেতা হত্যা করেছেন। যারা স্বাধীনতা আন্দোলনে সুফল ঘরে তুলতে চেয়েছিল তাদের রাজনীতি থেকে কোনঠাসা করেন। শেখ হাসিনাকে একইভাবে স্বৈরাচার করে তুলতে নিকৃষ্ট ভূমিকা পালন করেছেন। গুম, খুন ,হত্যা, আয়নাঘরের কারিগর মূলত তারাই।

তিনি বলেন, আবার ওয়ান ইলেভেনের সময় তারা আবার শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছে। চৌদ্দ দলের নেতা, যারা কোনও এলাকার মেম্বর হওয়ার যোগ্য, তারা মহাজোটের নামে ভন্ডামি করেছে। তাদের সমন্বয়ক ছিলেন তিনি। এ দলগুলো বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গণভবনের ৪ আগস্টের আলোচিত মিটিং করে হত্যার পরিকল্পনা করেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে আমির হোসেন আমুর বিপুল অংকের টাকা, স্বর্ণের নৌকা উপহার নেওয়া, টাকার জাজিমে ঘুমানো ও লুটপাটের তথ্য তুলে ধরেন। ওয়াদুদ হত্যা মামলার পরিকল্পনাকারী হিসেবে আমির হোসেন আমু সরাসরি জড়িত উল্লেখ করে আমুর সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করেন।

এসময় ওমর ফারুক ফারুকীর বক্তব্যকে রাজনৈতিক বলে মন্তব্য করেন আমুর আইনজীবী স্বপন রায় চৌধুরী। পরে তাকে মারধর করে আদালত থেকে বের করে দেওয়া হয়। এসময় আদালত কিছুটা বিশৃঙ্খল পরিবেশ দেখা যায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী পরিস্থিতি শান্ত করেন।

এরপর আমুর পক্ষে অন্য আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরে আদালত আমুর বক্তব্য শুনতে চান।

উল্লেখ্য, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে বুধবার (৬ নভেম্বর) গ্রেফতারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় নিহত আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

আরও পড়ুন-

শুনানি চলাকালে আমুর আইনজীবীর ওপর হামলা

হত্যা হামলায় আমুর ৬ দিনের রিমান্ড

আমির হোসেন আমুর রিমান্ড চায় পুলিশ, তোলা হবে আদালতে

আমির হোসেন আমু গ্রেফতার

 

/এনএইচ/এফএস/
সম্পর্কিত
নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
বাড়ি ঘেরাও করে সাবেক মেয়রকে আটক করে পুলিশে দিলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
চোরের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
চোরের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
বর্ষায় ঘুরতে যাওয়ার আগে এই ১০ জিনিস সঙ্গে রাখতে ভুলবেন না
বর্ষায় ঘুরতে যাওয়ার আগে এই ১০ জিনিস সঙ্গে রাখতে ভুলবেন না
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল