X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

মাজারে হামলা: দুই জন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৪, ১৯:৫৯আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৯:৫৯

সাভারের বনগ্রামের চাকুলিয়ায় শাহ্ সুফি সৈয়দ মাওলানা কাজী আফসার উদ্দিনের মাজারে হামলা ও হত্যাচেষ্টা মামলায় দুই জনকে কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা হলো, হাসিবুর হক সাইদ ও এমদাদুল হক।

রবিবার (১৭ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আজ আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন চায়। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে সাভার মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক আরফান খান এসব তথ্য জানান।

গত ২৯ সেপ্টেম্বর সাভারে চাকুলিয়ায় শাহ্ সুফি সৈয়দ মাওলানা কাজী আফসার উদ্দিন আল জাহাঙ্গীর আল সুরেশ্বরীর মাজার ও তার ছেলে সুফি সাধক কাজী জাবের আহমেদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ অক্টোবর কাজী জাবেরের ভাই কাজী গোলাম রসুল সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে তৌহিদী জনতার নামে প্রায় ৫০০ জন লাঠিসোঁটা, রাম দা, কুঠার, লোহার পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে হামলা করে। তারা বাড়িটিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে বাড়ির আসবাবপত্র, জানালার কাঁচসহ বিভিন্ন জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়। অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল। এছাড়া ২০ লাখ টাকার মতো মালামাল লুট করা হয়। এক পর্যায়ে হামলাকারীরা ওই বাড়িতে থাকা মাওলানা আফসার উদ্দিনের মাজারে ভাঙচুরের চেষ্টা করে। খবর পেয়ে রাত ১২টার দিকে সেনাবাহিনী ও সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ হামলায় ২০ থেকে ২৫ জন আহত হন।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে ২ নারী কারাগারে
জবি শিক্ষার্থীকে আত্মহত্যায় প্ররোচনা: প্রেমিক কারাগারে
ইসলামী আইনজীবী পরিষদের সুপ্রিম কোর্ট বারের সভাপতি বাসেত ও সম্পাদক বায়োজীদ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’