X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

দ্রুত নির্বাচন চাইলেন বিশিষ্টজনেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ নভেম্বর ২০২৪, ২২:০৪আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৬:৩১

অতি দ্রুত নির্বাচন কমিশন সংস্কার করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদ, আইনবিদ, শিক্ষক ও বিশিষ্টজনেরা। তারা এ পর্যন্ত যতটুকু সংস্কার হয়েছে তার ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করারও দাবি জানান।

বুধবার (২০ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শামসুল হক চৌধুরী হলে এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটি আয়োজিত ‘জুলাই ৩৬ গণবিপ্লবের আকাঙ্ক্ষা: রাষ্ট্র মেরামত ও নির্বাচন-সংকট এবং সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ আহ্বান জানান।

এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটির সভাপতি শাহ আহমেদ বাদলের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুবের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ মোহসিন রশিদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, প্রবীণ আইনজীবী আলহাজ গিয়াস উদ্দিন, কমরেড সাইফুল হক, এবিএম ওয়ালিউর রহমান খান, ড. রফিকুল ইসলাম মেহেদী প্রমুখ।

গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করা, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। এখন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে আমরা সবাই। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ পর্যন্ত যতটুকু সংস্কার হয়েছে, নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। দেশকে আইনের শাসনের দিকে নিতে হবে। তাহলে দেশ গণতন্ত্রের দিকে যাবে।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘১১০ দিনে কী সংস্কার করেছেন? যতক্ষণ না গুণগত কোনও পরিবর্তন হচ্ছে, এটা কোনও সংস্কার নয়। এই পুলিশ দিয়ে কী ভোট করবেন? সংস্কার মানে গঠনমূলক পরিবর্তন।’

তিনি বলেন, ‘মিনিমাম ঐকমত্যের ভিত্তিতে সংস্কার করেন। রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেন। আমি সংস্কারের পক্ষে, ভোট বিলম্বের পক্ষে নই।’

সুব্রত চৌধুরী বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে এই সরকার আর ১০০ দিনও টিকতে পারবে না। সংস্কারের নামে কালক্ষেপণ করলে জনগণ মাঠে নামবে।’

মহসিন রশিদ বলেন, ‘আইনের শাসন হলো গণতন্ত্রের মূল ভিত্তি। আর আইনের শাসনের জন্য শক্তিশালী বিচার বিভাগ দরকার।’

তিনি দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের আইনের শাসনের দিকে যেতে হবে। সেটা হলে দেশ গণতন্ত্রের দিকে যাবে।’

ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, ‘দ্রুত নির্বাচন করলে এই অন্তর্বর্তী সরকারকে জাতি স্মরণ করবে। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। অতি দ্রুত নির্বাচন কমিশন সংস্কার করুন। যারা গণহত্যা করেছে তাদের বিচার করুন।’

লিখিত বক্তব্যে এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুব বলেন, ‘শুধু নির্বাচন নয়, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণ করতে হবে। যাতে যেকোনও নির্বাচিত সরকার স্বৈরচারী বা ফ্যাসিবাদী সরকারে রূপান্তরিত হতে না পারে। তার জন্য সংস্কার বা পুনর্গঠন আজ সময়ের দাবি। বাংলাদেশের জনগণ ৭১-৭২, ৯০-৯১-এর মতো সফল যুদ্ধ-আন্দোলন শেষে স্বপ্নভঙ্গের যন্ত্রণায় বিদ্ধ হতে চায় না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের সাধারণ প্রত্যাশা ৫ বছর পর পর অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তার সেবক নির্বাচিত করতে পারবে, আইনের শাসন থাকবে, শাসকের আইন নয়। সরকারদলীয় লোকজন রাষ্ট্রসম্পদ লুণ্ঠন করবে না, যার যার ধর্ম সে সে পালন করবে, শিক্ষার বাণিজ্যিকীকরণ হবে না। প্রত্যেকে যার যার মর্যাদা নিয়ে এই প্রিয় মাতৃভূমিতে বসবাস করবে। কিন্তু গত ৫৩ বছরে জনগণের এই ন্যূনতম প্রত্যাশাগুলো পূরণ তো হয়নি। ফ্যাসিস্টদের ছবি সরালেই ফ্যাসিবাদের বিদায় হয় না।’

/বিআই/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা 
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
১৭ বছর পানি ঢেলেছে বিএনপি, ফল খাচ্ছেন আপনারা: মির্জা আব্বাস
সর্বশেষ খবর
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি