X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

বঙ্গবন্ধু ফাউন্ডেশনসহ ৬ প্রতিষ্ঠানের কর অব্যাহতি সুবিধা বাতিল

এমরান হোসাইন শেখ
০৪ ডিসেম্বর ২০২৪, ২১:০০আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ২১:০০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনসহ ৬টি প্রতিষ্ঠানের আয়করমুক্ত সুবিধা বাতিল করেছে সরকার। এর মধ্যে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইও রয়েছে। এসব প্রতিষ্ঠান ১০ থেকে ৫ বছর ধরে তাদের সব ধরনের আয়ের ওপর করমুক্ত সুবিধা পেয়ে আসছিল।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমানের সই করা প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়।

গত ৩ ডিসেম্বর জারি করা (এসআরও-৪০১) প্রজ্ঞাপনে বিভিন্ন সময়ে করমুক্ত সুবিধা পাওয়া ৬টি ফাউন্ডেশনের এ সুবিধা বাতিল করা করা হয়।

এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টকে ২০১৮ সালের ১৭ জুলাই (এসআরও-২৩৪) থেকে স্থায়ী বা সঞ্চয়ী আমানত থেকে অর্জিত সুদের ওপর আয়কর ১০ বছরের জন্য মওকুফ করা হয়। অবশ্য শর্ত হিসেবে প্রতি বছর নিরীক্ষাসহ রিটার্ন দাখিল ও আয়ের অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

২০১৯ সালের ১৯ মার্চ (এসআরও-৮৩) এক প্রজ্ঞাপনে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অনুকূলে প্রাপ্ত দান, অনুদান, ব্যাংক থেকে প্রাপ্ত সুদ এবং কার্যক্রমের মাধ্যমে অন্যান্য উৎসের সব ধরনের আয়কে কর অব্যাহতি দেওয়া হয়। ২০১৯ সালের ১৯ মার্চ প্রজ্ঞাপন জারি হলেও এটি ওই বছর ১ জানুয়ারি কার্যকর হয়েছে বলে গণ্য হবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

২০১৬ সালের ২১ জানুয়ারি জারি হওয়া (এসআরও-১২) প্রজ্ঞাপনে ‘ললিত মোহন-ধনবতী মেমোরিয়াল ফাউন্ডেশন’, ২০১৮ সালের ১২ এপ্রিল জারি হওয়া এসআরও-১০৯-এর মাধ্যমে ‘ওয়াদুদ ভূইয়া স্কলারশিপ ট্রাস্ট’ ও ২০১৯ সালের ১৮ ডিসেম্বর জারি হওয়া এসআরও-৩৯২-এর মাধ্যমে রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনের সব আয় ও ব্যাংক আমানতের সুদ আয়কে আয়কর অব্যাহতি দেন। এর মধ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনের আয় ১০ বছরের জন্য করমুক্ত করা হয়। অন্যগুলোর ক্ষেত্রে কোনও মেয়াদ উল্লেখ করা ছিল না।

এদিকে ২০১৩ সালের ১ আগস্ট জারিকৃত এসআরও (২৬৪)-এর মাধ্যমে কোন প্রতিষ্ঠানকে কর অব্যাহতি সুবিধা প্রদান করা হয়েছিল তা জানা নেই।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ছাড়ালো ১৬ লাখ
আয়কর ফাঁকিবাজদের নজরদারিতে আনছে এনবিআর
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
সর্বশেষ খবর
নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি
নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের আপিলের রায় ২৭ মে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের আপিলের রায় ২৭ মে
পাকিস্তানে সাময়িকভাবে চারটি এয়ারপোর্টে ফ্লাইট স্থগিত
পাকিস্তানে সাময়িকভাবে চারটি এয়ারপোর্টে ফ্লাইট স্থগিত
ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানালো ইরান
ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানালো ইরান
সর্বাধিক পঠিত
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
র‌্যাব কর্মকর্তার লাশ উদ্ধার, চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী’
র‌্যাব কর্মকর্তার লাশ উদ্ধার, চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
বাংলাদেশে ঢুকে পড়া ৬৬ ভারতীয় আটক, সবাই গুজরাটের বাসিন্দা
বাংলাদেশে ঢুকে পড়া ৬৬ ভারতীয় আটক, সবাই গুজরাটের বাসিন্দা