ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির ১৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট লাউঞ্জে এ কমিটি ঘোষণা করা হয়। পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে থাকা ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমিটির পরিচিতি তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা। এ সময় কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট এবিএম হামিদুল মিসবাহকে সভাপতি ও অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুর রহমান খানকে সাধারণ সম্পাদক করে করা এ কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন একজন বিচারপতিসহ ১৫ জন। কমিটির ৮ সহ-সভাপতি হলেন-অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূইয়া, অ্যাডভোকেট গাজী মো. মহসীন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মো. আবদুল কাদের ভূঁইয়া, অ্যাডভোকেট আহসান উল্লাহ, অ্যাডভোকেট মিয়া মো. কাওসার আলম সমীর, অ্যাডভোকেট শাহ আলম ইকবাল এবং অ্যাডভোকেট আতাউর রহমান। কমিটির ৩ যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক রাজু, অ্যাডভোকেট মুহাম্মদ তফাজ্জল হোসেন পাটোয়ারী ও অ্যাডভোকেট আহসানুল হক চৌধুরী টিটু। কমিটিতে অ্যাডভোকেট ফেরদৌসি আক্তার কল্পনাকে অর্থ সম্পাদক ও অ্যাডভোকেট প্রজ্ঞা তাপসী খানকে সহ-অর্থ সম্পাদক করা হয়েছে।
আট সহ-সাধারণ সম্পাদক হলেন- অ্যাডভোকেট ড. নুরুন নাহার নুপুর, অ্যাডভোকেট এস এম আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট জিসান মাহমুদ, অ্যাডভোকেট আশিকুর রহমান, অ্যাডভোকেট বশির উল্লাহ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট শাহ নেওয়াজ শুভ এবং অ্যাডভোকেট খালেদ মোশাররফ রিপন।
কমিটিতে উল্লেখযোগ্য পদের মধ্যে রয়েছেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেদওয়ান রানজীব, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. কামাল হোসেন পাটোয়ারী, দফতর সম্পাদক অ্যাডভোকেট আরিফুল হক রোকন, সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ বেলায়ত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মো. ইমরান হোসাইন রুমেল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট জনাব ফারুক হোসেন তরফদার।