রাজধানীর গাবতলীর দ্বীপ নগরে পূর্ব শত্রুতার জেরে মুকুল শেখ (৩৭) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে, এ ঘটনায় নিহতের আরেক ভাই আহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় আহত মুকুল শেখকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন তার ভাই রাব্বানি শেখ। রাত ১০টা ৫০ মিনিটের দিকে চিকিৎসকরা মুকুলকে মৃত ঘোষণা করেন। আর আহত রাব্বানি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত মুকুল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সেনাচাপরি গ্রামের দুলাল শেখের ছেলে।
নিহতের ভাই রাব্বানি শেখ জানিয়েছেন, মাসখানেক আগে থেকে তারা দুই ভাই মিরপুরের গাবতলী এলাকায় লেবারের (দিনমজুর) কাজ করে আসছিলেন। তারা গাবতলীর দ্বীপ নগর এলাকাতেই থাকেন। তাদের পরিবার থাকে গ্রামের বাড়িতে।
তিনি বলেন, আমাদের গ্রামের বাড়িতে প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। ওই বিরোধে জের ধরে রাত আনুমানিক ৮টার দিকে গাবতলীর দ্বীপ নগর এলাকায় ইসহাক, লোকমান, কামরুল, লালু, রবিউল ড্রাইভার, ওয়াজেদ ফকির, আনোয়ার, জাহাঙ্গীর ও হালিমসহ প্রায় ১৫ থেকে ২০ জন তাদের পথরোধ করে। পরে তারা হাতুড়ি, লোহার পাইপ দিয়ে দুই ভাইকেই পিটিয়ে আহত করে। এসময় তাদের দুজনের মধ্যে মুকুল শেখের অবস্থা বেশি গুরুতর হয়।
তিনি বলেন, পরে আশপাশের লোকজনের সহযোগিতায় ভাইকে (মুকুল) উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।
নিহতের স্ত্রীর নাম হেনা খাতুন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।