X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

‘পাঠ্যপুস্তকে আদিবাসী পরিভাষা বাতিলে জনমনে আতঙ্ক বাড়বে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৪৭আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৪৭

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, আমরা এখন একটি ভয় ও অজানা আতঙ্কের মধ্য দিয়ে চলেছি। ২০২৫ শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পাঠ্যপুস্তকের গ্রাফিতিতে সংযোজন করা আদিবাসী পরিভাষা বাতিলের ঘটনায় জনমনে আরও আতঙ্ক বাড়বে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেণের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘কেউ কেউ নিজেকে নিরুপায় মনে করেন। তাহলে কার কাছে সারেন্ডার করলেন? যদি তাই হয়ে থাকে, তাহলে ক্ষমতার চেয়ার ছেড়ে এসে জনগণের কাতারে দাঁড়ান।’

প্রিন্স বলেন, ‘আজ যারা অন্তর্বর্তী সরকারে আছেন; তারাও আমাদের সঙ্গে আন্দোলনে ছিলেন। তাদের বলছি, কেউ একজন এসে বললো, আর পাঠ্যপুস্তক পরিবর্তন হয়ে গেলো। তাহলে আগের চেয়ে পার্থক্য কী রইলো?’

স্মরণসভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও তার বক্তব্যে পাঠ্যপুস্তকে পরিবর্তনের নিন্দা জানান। তিনি বলেন, ‘কোনও ব্যক্তি বা গোষ্ঠী মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারেন না। কেবল সংখ্যার ভিত্তিতেও যদি আমরা পাহাড় ও সমতলের আদিবাসীদের সংখ্যালঘু বলি, তবে তাদের রাজনৈতিক-সামাজিক ও অর্থনৈতিক অধিকারের কথা একপাশে রেখে দিলে কখনও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা হবে না।’

সোমবার (১৩ জানয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান জানান, আদিবাসী লেখা গ্রাফিতিটি বাদ যাচ্ছে। এছাড়া বইয়ের কোথাও আদিবাসী শব্দ নেই।

এর আগে, রবিবার (১২ জানুয়ারি) ২০২৫ শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বইয়ে ‘বিচ্ছিন্নতাবাদী ও রাষ্ট্রদ্রোহী’ পরিভাষা উল্লেখ করে ‘আদিবাসী’ শব্দ বাতিল এবং ‘রাষ্ট্রদ্রোহী এই অপকর্মে’র সঙ্গে জড়িতদের অপসারণ ও শাস্তির দাবিতে এনসিটিবি ঘেরাও করে বিক্ষোভ ও সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই বিক্ষোভের একদিনের মাথায় আদিবাসী লেখা গ্রাফিতিটি বাদ দিয়ে নতুন গ্রাফিতি যুক্ত করছে এনসিটিবি।

/এএজে/আরকে/
সম্পর্কিত
বিএনপির সঙ্গে বৈঠকডিসেম্বরের আগেই নির্বাচনের দাবি সিপিবি ও বাসদের
সিপিবিসহ বাম দলগুলোর সঙ্গে বিএনপির সাক্ষাৎ হচ্ছে রবিবার
২০২৬ সালের বিনামূল্যের পাঠ্যবইয়ের চাহিদা চেয়েছে সরকার
সর্বশেষ খবর
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’