X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

‘খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষ হতে পারে শুক্রবার’

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৪ জানুয়ারি ২০২৫, ০০:৫২আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২১:২৩

লন্ডনে অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এখনও চলছে; যা আগামী শুক্রবারের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের ‘দ্য লন্ডন ক্লিনিক’- এর সামনে ব্রিফিংকালে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে সাংবাদিকদের ডা. জাহিদ বলেন, ‘খালেদা জিয়া কখনোই নি‌জের শারীরিক অসুস্থতার কথা মানুষের সামনে আনতে চাননি। ওনার ওপর অনেক অত্যাচার হয়েছে, কিন্তু উনি সবসময় মানুষের কথা বলেছেন, নিজের কথা বলেননি। আজও উনি যখন জানতে পেরেছেন, তীব্র শীতের মধ্যে আপনারা (সাংবাদিক) বাইরে দাঁড়িয়ে আছেন, তখন অনিচ্ছাসত্ত্বেও বললেন, যাও।’

খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়ে‌ছেন ও সাংবাদিকসহ সবার প্রতি ধন্যবাদ জানিয়েছেন বলে জানান বিএনপির এই নেতা।

চিকিৎসার অগ্রগতি প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার ক্রনিক লিভার ডি‌জিস, ক্রনিক কিড‌নি ডি‌জিস ও হার্টের অ্যাসেসমেন্টগু‌লো এখ‌নও সম্পন্ন হয়‌নি। এগু‌লো সম্পন্ন হতে আগামী শুক্রবার পর্যন্ত লাগতে পারে। এরপর এখানকার ডাক্তাররা ওনার পরবর্তী চি‌কিৎসা নিয়ে প‌রিকল্পনা করবেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালে দুর্নীতির এক মামলায় দণ্ডিত হয়ে কারাগারে পাঠানো হয় তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে। এর মধ্যে সরকারের কাছে কয়েকবার দল ও পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করা হয়। করোনার সময় নির্বাহী আদেশে কারাগার থেকে মুক্তি মিললেও বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি তৎকালীন সরকার।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর তার যে মামলায় সাজা হয়েছিল, সেটিও বাতিল হয়ে যায়। পরে সব প্রক্রিয়া সম্পন্ন করে গত ৮ জানুয়ারি লন্ডনে আসেন সাব্কে এই প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় বিশেষায়িত হাসপাতাল ‘লন্ডন ক্লিনিকে’। সেখানেই চিকিৎসা চলছে তার।

/এমএস/ইউএস/
সম্পর্কিত
খালেদা জিয়ার ঢাকায় ফেরা: নেতাকর্মীদের উপস্থিতি সামলানোর চিন্তায় বিএনপি
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
খাল খনন বিএনপির রাজনীতির অন্যতম পিলার: আমির খসরু
সর্বশেষ খবর
পাকিস্তান থেকে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
পাকিস্তান থেকে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
নিজের বিভাগের উন্নতি না করে বোর্ডে আসার প্রয়োজন নেই: তামিম 
নিজের বিভাগের উন্নতি না করে বোর্ডে আসার প্রয়োজন নেই: তামিম 
গাজীপুরে পুড়ে গেছে ২৫ ঝুটগুদামের মালামাল
গাজীপুরে পুড়ে গেছে ২৫ ঝুটগুদামের মালামাল
অর্থ উপদেষ্টা ইতালি গেছেন
অর্থ উপদেষ্টা ইতালি গেছেন
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার