রাজধানীর গুলশানে ব্যবসায়ী আবুল বাশারের ওপর হামলার অভিযোগে করা হত্যাচেষ্টা মামলার তদন্ত প্রতিবেদনের জন্য ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। গত রবিবার (১৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহ এ আদেশ দেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
আসামিরা হলেন— শারমিন আফরোজ রিপা ওরফে রোজ রিপা (২৮), ইফতেখার চৌধুরী (৪৫), শামীম আহমেদ শিশির ওরফে শিশির সরদার (৩৪)।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ১৪ জানুয়ারি রাত প্রায় ১২টার দিকে ব্যবসায়ী আবুল বাশার রাজধানীর গুলশানের একটা রেস্টুরেন্টে খেতে যান। সেখানে আসামিরা বাশারের সাবেক ড্রাইভার চাষী সম্পর্কে জানতে চান। চাষীর বিষয়ে তথ্য না দেওয়ায় আসামিরা বাশারের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় কাঁচের বোতল দিয়ে আসামিরা তার মাথায় আঘাত করে। তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এরপর তার গলায় থাকা আড়াই লাখ টাকার বেশি দামের স্বর্ণের চেইন নিয়ে যায়। সেখান থেকে তাকে হসপাতালে ভর্তি করা হয়। পরে গত ১৮ জানুয়ারি গুলশান থানায় ভুক্তভোগীর ভাই আব্বাস ৩ জনের নামে হত্যাচেষ্টা মামলা করেন।