X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

প্রাথমিকে নিয়োগ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের বাধা, জলকামান ব্যবহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের মহাসমাবেশ শেষে সচিবালয়মুখী পদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এসময় তাদের ওপর জলকামান ব্যবহার করা হয়।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে আন্দোলনরতরা পদযাত্রা শুরু করেন। তারা শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে সচিবালয়ে যাওয়ার সময় আব্দুল গণি রোডে বিদ্যুৎ ভবনের সামনে পুলিশ প্রথমে তাদের আটকে দেয়। বিকাল ৪টার কিছু আগে আন্দোলনকারীদের ওপরে জলকামান ব্যবহার করে পুলিশ। সর্বশেষ খবর অনুযায়ী আন্দোলনকারীরা সেখানেই অবস্থান করছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, টানা ১১ দিন ধরে তারা রাজপথে অবস্থান করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এর আগেও কয়েকবার আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ বল প্রয়োগ করে। ৯ ফেব্রুয়ারি পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং লাঠিপেটা করে। ১৫ ফেব্রুয়ারি আন্দোলনকারীদের সরিয়ে দিতে জলকামান ব্যবহার করা হয়। ১৬ ফেব্রুয়ারি আবারও জলকামান ব্যবহার করে। এরপরও শিক্ষকরা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যান।  

এক আন্দোলনকারী শিক্ষক বলেন, আমরা ন্যায্য দাবি নিয়ে এখানে এসেছি। সরকার আমাদের আশ্বাস দিলেও বাস্তবায়ন করছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো।

অপরদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনভোগান্তি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের বাধা দেওয়া হয়েছে।

এদিকে, আন্দোলনকারীরা সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।

/এসএমএ/এবি/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিলেন হাসনাত আব্দুল্লাহ
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর 
যমুনার আশপাশের সব সড়কে কঠোর নিরাপত্তা
সর্বশেষ খবর
হাজারীবাগে যুবকের মরদেহ উদ্ধার
হাজারীবাগে যুবকের মরদেহ উদ্ধার
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ
কানের মার্শে দ্যু ফিল্মে ‘বাঙালি বিলাস’
কানের মার্শে দ্যু ফিল্মে ‘বাঙালি বিলাস’
দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের কোচ কনরাড
দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের কোচ কনরাড
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান