X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

চাহিদা নেই পতাকার

জবি প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২১

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ভিড় করেছেন সর্বস্তরের মানুষ। এসময় তাদের হাতে শোভা পেতে দেখা যায় জাতীয় পতাকা, কারও মাথায় জাতীয় পতাকা সম্বলিত কিংবা অমর একুশে লেখা ফিতা। 

তবে পতাকা ফেরিওয়ালারা বলছেন, জাতীয় দিবসগুলোতে পতাকার চাহিদা তুঙ্গে থাকলেও এবছর পতাকা বিক্রিতে ভাটা পড়েছে। মূলত এবার ক্রেতাদের সিংহভাগই সাধারণ মানুষ। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা আসলেও পতাকার প্রতি তাদের এবার আগ্রহ দেখা যাচ্ছে না। ফলে আশানুরূপ বিক্রি মিলছে না ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দেখা যায়, ছোটো-বড় বিভিন্ন সাইজের জাতীয় পতাকা, ফিলিস্তিনের পতাকা, মাথায় বাঁধার ফিতা ফেরি করে বেড়াচ্ছেন একদল ভাসমান ব্যবসায়ী। পতাকা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও তাদের কাছে মানুষ যাচ্ছে একেবারেই কম। অনেকে পতাকার সঙ্গে ছবি তুললেও কিনছেন না।

শহীদ মিনার প্রাঙ্গণে পতাকা বিক্রি করতে এসেছেন একজন বিক্রেতা

পতাকা বিক্রেতা তৈয়ব আলী বলেন, ‘আমাদের এই ব্যবসা সবসময় হয়না। ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ আর ২১ ফেব্রুয়ারি বিক্রি বেশি হয়। আর রাজনৈতিক দলের অনুষ্ঠানে ভালো বিক্রি হয়। আজকে সকাল থেকে খুব বেশি বিক্রি করতে পারিনি। দু-চারজন যা কিনছে সাধারণ পাবলিক। আগে নেতারা পতাকা কিনতো বেশি, এবার নেতারা কিনছে না।’

বিক্রেতারা জানান, হাতে ধরা প্রতিটি বড় পতাকা ১০০ টাকা, মাঝারি পতাকা ৫০ টাকা ও ছোট পতাকাগুলো বিক্রি হচ্ছে মাত্র ১০ থেকে ২০ টাকায়। এছাড়াও মাথায় বাঁধার জন্য পতাকা ও শহীদ মিনারের লোগো বিক্রি হচ্ছে ১০ টাকায়।

পতাকা বিক্রেতা মাসুদ বলেন, ‘আমি শুধু দিবসগুলোতে পতাকা বিক্রি করি। গতবছর সকাল থেকে দুপুর পর্যন্ত ৫ থেকে ৬ হাজার টাকার বিক্রি করেছিলাম। ১৬ ডিসেম্বর রাস্তায় রাস্তায় ঘুরে ভালোই বিক্রি করেছিলাম। আজকে এক হাজার টাকাও বিক্রি হয়নি। সবাই শুধু ছবি তোলে। বড় পতাকা কেউ কিনছে না। ছোটো পতাকা নিচ্ছে।’

বংশাল থেকে আসা সাইফুল ইসলাম পতাকা কিনে দিচ্ছিলেন ছেলে তমালকে। তিনি বলেন, ‘ছেলেকে শহীদ মিনারে এনেছি ভাষা শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানাতে। পতাকা কিনে দিচ্ছি কারণ পতাকা আমাদের গৌরবের প্রতীক। আমাদের ইতিহাস, সংস্কৃতি সম্পর্কে জানাতে হবে। কারণ ওরা ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দিবে।’

/এমকেএইচ/
সম্পর্কিত
ডাকসুর গঠনতন্ত্র সংস্কার: ‘গুরুত্ব পায়নি’ ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবনা
ক্যান্টনমেন্টে বাসায় চুরি, গ্রেফতার ৫
বিকৃত যৌনাচার: বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার ২
সর্বশেষ খবর
রুয়ান্ডা ও কঙ্গোর সঙ্গে বিলিয়ন ডলারের খনিজসম্পদ চুক্তি করবে যুক্তরাষ্ট্র
রুয়ান্ডা ও কঙ্গোর সঙ্গে বিলিয়ন ডলারের খনিজসম্পদ চুক্তি করবে যুক্তরাষ্ট্র
খালেদা জিয়া সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন: মির্জা ফখরুল
খালেদা জিয়া সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন: মির্জা ফখরুল
সকালের নাস্তায় ঝটপট এই পদ বানিয়ে ফেলা যায়
সকালের নাস্তায় ঝটপট এই পদ বানিয়ে ফেলা যায়
ডাকাতির নাটক সাজিয়ে যুবককে ডেকে এনে পিটিয়ে হত্যার অভিযোগ
ডাকাতির নাটক সাজিয়ে যুবককে ডেকে এনে পিটিয়ে হত্যার অভিযোগ
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী