প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়ে থেকে দুই কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২ মার্চ) দুপুরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
তিনি বলেন, দুদকের অনুসন্ধানের অংশ হিসেবে গত ২৭ ফেব্রুয়ারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও যৌথবাহিনীর উপস্থিতিতে এই অভিযান চালানো হয় এবং উদ্ধার করা টাকা ও অন্যান্য তথ্য-উপাত্ত জব্দ করা হয়েছে। যা আজ রবিবার (২ মার্চ) আদালতে জমা দেওয়া হয়েছে।