X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

পল্টনে আটক সেই ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৫, ১৭:৪৩আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০০:২৪

রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছিল। সংগঠনটির এক কর্মীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করার সময় লুঙ্গি পরিহিত এক যুবকও তার দিকে মারমুখী ভঙ্গিমায় তেড়ে যান। এ ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। অনেকেই ওই যুবকের সাহসিকতার প্রশংসাও করেন। তবে পরে জানা যায়, সেই যুবককেও আটক করা হয়েছে।

পরে শুক্রবার (৮ মার্চ) বিকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মিন্টো রোডের ডিবি অফিস থেকে ওই ব্যক্তিকে ছাড়িয়ে আনে। ডিবি কার্যালয় থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল বিষয়টি নিশ্চিত করেন। তবে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি জানিয়েছেন।

পরে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ওই যুবকের নাম আরমান। তিনি আগে রিকশা চালাতেন। এখন বায়তুল মোকাররমের সামনের দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে তার ওপরেও হামলা করে আহত করা হয়। পরবর্তী সময়ে সেনা সদস্যরা তাকে আটক করে ডিবিতে সোপর্দ করেন। তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিক্যালে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

নিজের পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘৫ আগস্টের পর এই জনতাই সব সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে। বিপ্লবোত্তর একটা ভঙ্গুর আর অসহযোগিতা পূর্ণ প্রশাসন নিয়ে জনতার সাহায্য ছাড়া টিকে থাকা অসম্ভব ছিল।’

উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররম মসজিদ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফা’ মিছিল বের করে। পরে তাদের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষে হিযবুত তাহরীরের অন্তত ১০ সদস্যকে আটক করা হয়। এরমধ্যে ওই আরমানও ছিলেন।

/এবি/ইউএস/
সম্পর্কিত
বুদ্ধ পূর্ণিমায় ঢাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহালের দাবি
মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
সর্বশেষ খবর
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
হজ কার ওপর ফরজ এবং এর কী ফজিলত
হজ কার ওপর ফরজ এবং এর কী ফজিলত
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ