সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং তার স্বামী বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড লুব্রিকেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক আল আমিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৩ মার্চ) মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড লুব্রিকেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুদুর রহমান তার স্ত্রী মেহের আফরোজ চুমকির ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত দুই কোটি ৩১ লাখ ৬৬ হাজার ৮৫২ টাকার সম্পদ অর্জন করেছেন। এ অভিযোগে তাদের বিরুদ্ধে দুদক আইন ও দন্ডবিধির ১০৯ ধারায় তাদের বিরদ্ধে মামলা দায়ের করা হয়।