X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২
আজ শ্রমিকদের সংবাদ সম্মেলন

আসলেই কি গাড়ি বেচে বেতন হয়েছে?

মহসীন কবির
২৮ মার্চ ২০২৫, ০০:২৮আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০০:৩১

‘টিএনজেড গ্রুপের গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন-ভাতা দেওয়া হয়েছে’ মর্মে টিকার চালাতে ইলেকট্রনিক মিডিয়াকে বার্তা পাঠিয়েছে তথ্য অধিদফতর।বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর থেকেই যা সামাজিক যোগাযোগমাধ্যমে বড় আলোচনার বিষয়। এটি যদি সত্যি হতো তাহলে রোজা মুখে টানা কয়েকদিন ধরে বেতনের দাবিতে আন্দোলন করা শ্রমিকরা ঈদের আগেই ঈদের আনন্দে ভাসতেন। সন্ধ্যা নাগাদ সেই সম্ভাবনা মাটিতে মিলিয়ে গেলো যখন শ্রমিকরা একে একে বলতে থাকলেন- সব টাকা মেলেনি, কারও কারও ক্ষেত্রে প্রাপ্তি একেবারেই শূন্য।

ঈদের আগে বকেয়া বেতন পাননি টিএনজেড গ্রুপের শ্রমিক কর্মচারীরা। কয়েকদিন ধরে শ্রম ভবনের সামনে বকেয়ার দাবিতে আন্দোলন করছিলেন তারা। বুধবার (২৬ মার্চ) থেকে সরকারের হস্তক্ষেপে প্রথমে মালিকদের বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা এবং প্রয়োজনে সম্পত্তি বিক্রি করে বকেয়া পরিষদের কথা জানানো হয়। এরপর বৃহস্পতিবার (২৭ মার্চ) এই ঘোষণা। কিন্তু শ্রমিকরা বলছেন, তিন মাসের বকেয়া বেতনের বিপরীতে কেউ কেউ এক মাসের বেতনের ৭০ শতাংশ, আর কেউ কোনও টাকাই পাননি। এর প্রতিবাদে আজ শুক্রবার (২৮ মার্চ) সংবাদ সম্মেলন করবেন বলেও ঘোষণা দেন তারা।

শ্রমিকরা জানান, অ্যাপারেলস ইকো প্লাস লিমিটেডের শ্রমিকরা এক মাসের বেতনের ৭০ শতাংশ পেয়েছেন। এখনও বাকি দুই মাসের বেতন, ঈদের বোনাস ও খোরাকির টাকা। পাশাপাশি টিএনজেড অ্যাপারেলসের শ্রমিকরা এ দিন এক টাকাও পাননি। তাদের দুই মাসের মজুরি বকেয়া। ঈদের বোনাস এবং ছুটির টাকাও বাকি।

জানতে চাইলে অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেডের শ্রমিক মাসুদ মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, তার মাসিক বেতন ২০ হাজার টাকা। তিনি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসের বেতন পাওনা। এছাড়াও ঈদ বোনাস এবং দুই ঈদের ছুটির বিলও পাবেন। কিন্তু গত কয়েকদিনের শ্রমিক আন্দোলনের কারণে বৃহস্পতিবার (২৭ মার্চ) তাকে বিকাশে জানুয়ারি মাসের ২০ হাজারের মধ্যে ১৫ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। আর বাকি পাওনার বিষয়ে সুনির্দিষ্ট কোনও ঘোষণা দেওয়া হয়নি।

তিনি জানান, তার অনেক সহকর্মী এখনও কোনও টাকাই পাননি। পুরোপুরি পাওনা আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

বেতন ও বোনাসের দাবিতে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে টিএনজেড অ্যাপারেলসের শ্রমিকরা (ফাইল ছবি)

এদিকে অ্যাপারেলস আর্ট লিমিটেডের কর্মী রোকসানা বেগম বলেন, ‘আমি জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত কোনও বেতন পাইনি। আশা করেছিলাম ঈদ বোনাসসহ কমপক্ষে দুই মাসের বেতন পাবো। কিন্তু আমার কারখানার কাউকেই বেতন দেওয়া হয়নি। অথচ বেতনের জন্য গত কয়েকদিন ধরে শ্রম ভবনের সামনে আন্দোলনে অংশগ্রহণ করেছি।’

এই বিষয়ে জানতে চাইলে গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বকেয়া বেতন ও ঈদ বোনাসসহ অন্যান্য দাবিতে গত কয়েকদিন ধরে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেছেন টিএনজেড গ্রুপের তিনটি কারখানার শ্রমিকরা। কারখানাগুলো হলো-অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড, টিএনজেড অ্যাপরেলস লিমিটেড ও অ্যাপারেলস আর্ট লিমিটেড। তিন কারখানার মধ্যে বৃহস্পতিবার (২৭ মার্চ) শুধু একটি কারখানা- অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড জানুয়ারি মাসের ৮০ শতাংশ বকেয়া পরিশোধ করেছে। আরও দুই মাস- ফেব্রুয়ারি ও মার্চের বেতন এবং ঈদের বোনাস দেওয়া হয়নি। প্রায় ৫০০ শ্রমিকের মধ্যে কমপক্ষে অর্ধশতাধিক শ্রমিক কোনও টাকাই পাননি। এছাড়াও অন্য দুই কারখানার পক্ষ থেকে এখনও কোনও আশ্বাস দেওয়া হয়নি।’

তিনি জানান, এ বিষয়ে শুক্রবার (২৮ মার্চ) বেলা ১১টায় শ্রম ভবনের সামনে সংবাদ সম্মেলন করা হবে। পুরোপুরি পাওনা বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

একই কথা জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সেক্রেটারি সাদেকুর রহমানও। তিনি বলেন, ‘শ্রম উপদেষ্টা শ্রমিকদের পাওনা পরিশোধ নিয়ে মিথ্যাচার করেছেন। তাই শ্রমিক সমাজ তার বক্তব্য প্রত্যাখ্যান করেছে। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এ ব্যাপারে শুক্রবারের সংবাদ সম্মেলন থেকে সুস্পষ্ট ঘোষণা আসবে।’

প্রসঙ্গত, গত ২৩ মার্চ থেকে বকেয়া বেতনের দাবিতে ঢাকার বিজয়নগরে শ্রম ভবনে টিএনজেড ও টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেডের শ্রমিকরা অবস্থান শুরু করেন। প্রথম দিন একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে শ্রম ভবনে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন শ্রমিকরা। পরে সবার আশ্বাসে তারা সে দিনের কমসূচি স্থগিত করলেও পরদিন পাওনা না পেয়ে আবারও শ্রমভবনের সামনে অবস্থান নেন। ২৪ মার্চ বিকালে সড়ক অবরোধ করে পরে ছেড়ে দেন। এরপর দিন অর্থাৎ ২৫ মার্চ তারা শ্রম ভবন থেকে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে। এরপর শ্রম উপদেষ্টা বৃহস্পতিবারের (২৭ মার্চ) মধ্যে পাওনা পরিশোধের ঘোষণা দিলে তারা ২৬ মার্চ (বুধবার) আর অবস্থান কর্মসূচি করেনি। কিন্তু আজ পাওনা বুঝে না পাওয়ায় আবারও শ্রম ভবনের সামনে অবস্থান নেন শ্রমিকরা। দিনশেষে রাতে শ্রমিকরা জানান, শুক্রবার সকাল ১১টায় ঢাকার বিজয়নগর শ্রম ভবনে টিএনজেড গ্রুপের শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে ‘শ্রম উপদেষ্টার মিথ্যাচার ও শ্রমিকদের পাওনা মজুরি ও বোনাস সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন’ করা হবে।

/ইউআই/আরআইজে/
সম্পর্কিত
সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে: শ্রম উপদেষ্টা
যাদের ঘামে গড়া অর্থনীতি, তাদেরই পকেট ফাঁকা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়ফ্যাসিবাদী পুলিশের পরিবর্তে জনগণের পুলিশ হওয়ার আহ্বান
সর্বশেষ খবর
উড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে ফাইনাল
উড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে ফাইনাল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৫)
বিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
ইউরোপা লিগবিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট