X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ঐতিহ্যের ঢাকায় ঈদ উৎসবে শাহী ঘোড়াসহ আরও যা যা থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৫, ২৩:৩৩আপডেট : ৩০ মার্চ ২০২৫, ২৩:৩৩

ঢাকার ৪০০ বছরের ঈদ ঐতিহ্য ফুটিয়ে তুলতে প্রথমবার মতো বড় পরিসরে ঈদ আনন্দ মিছিল ও মেলা আয়োজন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বড় ঈদ জামাত আদায়ের মাধ্যমে এই ঈদ উৎসব শুরু হবে। পরে আনন্দ মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

ডিএনসিসি থেকে জানানো হয়েছে, সকাল সাড়ে আটটায় ঈদের জামাত শুরু হবে। ঈদের নামাজ শেষে সকাল ৯টায় পুরনো বাণিজ্যমেলার মাঠ থেকে ঈদ আনন্দ মিছিল বের হবে। এটি আগারগাঁও, খামারবাড়ি হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

আনন্দ মিছিলে যা যা থাকবে

ঢাকার ঈদ আনন্দের ঐতিহ্য ফিরিয়ে আনতে থাকছে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে, সুসজ্জিত ৫টি শাহী ঘোড়া, ১৫টি ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র। এছাড়া থাকবে সুলতানি-মোগল আমলের ইতিহাসচিত্র সম্বলিত পাপেট শো। এ মিছিলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক অংশ নিতে পারবেন।

সংসদ ভবনের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়ন

মানিক মিয়া এভিনিউতে ঈদ আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে থাকবে— ঈদের গান, বাউল সংগীত, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের পরিবেশনা।

এসময় উপস্থিত সবাইকে ঈদের সেমাই, মিষ্টি ও বাতাসা পরিবেশন করা হবে।

দুই দিনব্যাপী ঈদ মেলা

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে ঈদের দিন ও পরদিন দুই দিনব্যাপী ঈদ আনন্দ মেলা অনুষ্ঠিত হবে। এতে থাকবে ২০০টির বেশি স্টল, বিভিন্ন পণ্য ও খাবারের দোকান, শিশুদের জন্য নাগরদোলা ও খেলাধুলার ব্যবস্থা, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

ঈদ উৎসবে ঐতিহ্যের ছোঁয়া থাকবে জানিয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এই প্রথমবার এত বড় পরিসরে ঈদ আনন্দ মিছিল ও মেলা আয়োজন করা হয়েছে। ঢাকার ৪০০ বছরের ঈদ ঐতিহ্য ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে উদযাপিত হবে।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
ঈদ নির্বিঘ্ন হওয়ায় কর্মকর্তাদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
ঈদ উপলক্ষে অর্ধেকের বেশি গার্মেন্ট কারখানা এখনও বন্ধ
দীর্ঘ ছুটির পর কর্মব্যস্ত রূপে ফিরেছে ঢাকা
সর্বশেষ খবর
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’