গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে রাজধানী মিরপুরে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিভিন্ন পেশাজীবী মানুষ।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় মিরপুর কালশী থেকে ইসিবি চত্বর পর্যন্ত গাজার পক্ষে ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। প্রায় তিন শতাধিক মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন।
এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।
বিক্ষোভকারীরা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা ও পক্ষপাতমূলক আচরণের কারণে নিরীহ ফিলিস্তিনিরা প্রতিনিয়ত জীবন হারাচ্ছেন।
তারা বলেন, গাজায় যা ঘটছে, তা গণহত্যার সামিল। আমরা ইজরায়েলের এই অপরাধের বিচার ও গাজাবাসী তাদের অধিকার ফিরে পাক এই দাবি জানাই।