X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

পহেলা বৈশাখে বন্দিদের দেওয়া হয়েছে পান্তা-ইলিশ, পোলাও-মাংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ এপ্রিল ২০২৫, ১৯:৫৪আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১৯:৫৪

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে এবারের বর্ষবরণ। সারা দেশের মতো এবার দেশের সব কারাগারেও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে কারা কর্তৃপক্ষ। 

সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে দেশের ৬৮টি কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারেরও আয়োজন করে তারা।

কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) মো. জান্নাত উল ফরহাদ জানান, বর্ষবরণ উৎসবকে সবার মাঝে ছড়িয়ে দিতে সারা দেশের ৬৮ কারাগারে পান্তা-ইলিশসহ দুবেলা বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। কারাগারের স্টাফ ও কয়েদিরা মিলেমিশে আলপনা ও র‌্যালি করেছে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

তিনি বলেন, সকালে পান্তা-ইলিশের ব্যবস্থা করা হয়। দুপুরে পোলাও, মুরগির মাংস, ডাল, পান-সুপারি, মিষ্টি, কোল্ড ড্রিংকস দেওয়া হয়। সারা দেশের ৬৮টি কারাগারে ৬৭ হাজার ৭০৯ জন বন্দির জন্য এসব খাবারের ব্যবস্থা করা হয়।

এই কারা কর্মকর্তা জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে সকাল থেকে আসামিরা আলপনা আঁকে। এরপর কারাগারের জেল সুপারের নেতৃত্বে স্টাফরা র‌্যালি বের করেন। পহেলা বৈশাখ ঘিরে কারাগারের ভেতর বন্দিদের বিনোদনের ব্যবস্থা করা হয়। এসময় শিল্পী কোনাল গান পরিবেশন করেছেন। এতে কারাবন্দি শিল্পীদের পাশাপাশি বাইরের সংগীত শিল্পীও রাখা হয়েছে। কারাগারের নারী স্টাফরা সবাই শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি-পায়জামা পরেছেন। বন্দি ও স্টাফরা মিলে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

গত ১০ এপ্রিল কারা অধিদফতর থেকে পাঠানো এক চিঠিতে দেশের বিভিন্ন কারাগারে বাংলা নববর্ষ পালনের নির্দেশনা দেওয়া হয়। কারা অধিদফতরের প্রত্যেক বিভাগের ডিআিইজি প্রিজন্সদের বরাবর দেওয়া এ চিঠিতে নববর্ষ উদযাপন উপলক্ষে বন্দিদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করার কথাও বলা হয়েছিল।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
আটকের একদিন পর কারাগারে হাজতির মৃত্যু
রমনা বটমূলে বোমা হামলা: হাইকোর্টের রায় ৮ মে
স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা: গোপালগঞ্জ জেলা শ্রমিক লীগ নেতা কারাগারে
সর্বশেষ খবর
ডাকসুর গঠনতন্ত্র সংস্কার: ‘গুরুত্ব পায়নি’ ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবনা
ডাকসুর গঠনতন্ত্র সংস্কার: ‘গুরুত্ব পায়নি’ ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবনা
তুরস্কে মে দিবসের মিছিলে পুলিশের বাধা, আটক ৪০৯
তুরস্কে মে দিবসের মিছিলে পুলিশের বাধা, আটক ৪০৯
জনগণ খালেদা জিয়াকে আস্থার প্রতীক মনে করে: শিমুল বিশ্বাস
জনগণ খালেদা জিয়াকে আস্থার প্রতীক মনে করে: শিমুল বিশ্বাস
চালককে মারধরের প্রতিবাদে দিঘীনালা-মারিশ্যা যান চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
চালককে মারধরের প্রতিবাদে দিঘীনালা-মারিশ্যা যান চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ