রাজধানীর চকবাজার পূর্ব ইসলামবাগের একটি বাসায় আব্দুল্লাহ (১৩) নামে এক মাদ্রাসাছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সে স্থানীয় মাদ্রাসায় কিতাব বিভাগে পড়তো।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে পূর্ব ইসলামবাগ ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
মৃতের বাবা আব্দুর রহমান বলেন, দুপুরে মাদ্রাসা থেকে এসে সে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে টাকা গুনছিল। কিছু সময় পর তার মা কোনও সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখে আব্দুল্লাহ সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে তাকে উদ্ধার করে বিকাল তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে, কেন সে ফাঁস দিয়েছে তা বলতে পারেননি স্বজনেরা।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃত আব্দুল্লাহ মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার উত্তর কুমিরা গ্রামের প্লাস্টিক ব্যবসায়ী আব্দুর রহমানের ছেলে। বর্তমানে চকবাজার পূর্ব ইসলামবাগ পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।