X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

শ্রমিক নেতা সেলিম মাহমুদসহ গ্রেফতার শ্রমিকদের মুক্তির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৫, ২০:৩৮আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ২০:৩৮

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ ও রবিনটেক্স লিঃ এর গ্রেফতারকৃত শ্রমিকদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। পাশাপাশি হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ শ্রমিকদের ওপর সব ধরনের নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে এই দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, রবিনটেক্সের শ্রমিকরা ইউনিয়ন গঠন ও নিবন্ধন করার প্রচেষ্টা শুরু করার পর থেকেই কারখানা কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে শ্রমিকদের সংগঠিতভাবে মত প্রকাশের অধিকারকে দমন করতে ইউনিয়ন নির্মূল করার কাজ চালিয়ে আসছিল। ফ্যাসিস্ট সরকারের সময় রবিনটেক্স কর্তৃপক্ষ সরকারের ঊর্ধ্বতনদের সহায়তায় শ্রম অধিদফতরের ওপর অন্যায় চাপ তৈরি করে শ্রমিকদের ইউনিয়ন নিবন্ধন দিতে বাধা দেয়।

তারা বলেন, শ্রম অধিদফতরের এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়ন শ্রম আদালতে আপিল করে, যা এখনও বিচারাধীন। ইউনিয়ন নিবন্ধনের প্রক্রিয়া অনিষ্পন্ন থাকা অবস্থায় ইউনিয়ন কর্মকর্তাদের চাকরিচ্যুত করা যায় না, কিংবা চাকরির শর্ত পরিবর্তন করা যায় না। শ্রম আইনের এই বিধান স্বত্ত্বেও ইউনিয়নের সাধারণ সম্পাদককে ২৬ ধারায় চাকরিচ্যুত করার অন্যায় দাবি করে ইউনিয়ন নিবন্ধনের কার্যক্রম অমীমাংসিত থাকা অবস্থায় ইউনিয়নের সাধারণ সম্পাদককে গত চার মাস যাবত কারখানায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

তারা আরও বলেন, রবিনটেক্স এবং পুলিশের দায়ের করা মামলায় ৬৬ জনের নাম উল্লেখসহ ৩/৪ শত জনকে অজ্ঞাত আসামি করে শ্রমিকদের মধ্যে আতংক তৈরি করে ভয় দেখিয়ে চাকরিচ্যুত করা হয়েছে। এই নিন্দনীয় কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ না হলে রাষ্ট্র যন্ত্রের ভূমিকা নিয়ে আমরা প্রশ্ন উত্থাপন করতে বাধ্য হবো।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৌমিত্র কুমার দাসের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, সাইফুল ইসলাম শরিফ প্রমুখ।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
জনগণ খালেদা জিয়াকে আস্থার প্রতীক মনে করে: শিমুল বিশ্বাস
মে দিবসে শ্রমজীবী জনগণের প্রতি এবি পার্টির শুভেচ্ছা
‘রাজনৈতিক দলগুলোর একমত হওয়া প্রস্তাব সংস্কার করে নির্বাচন দিতে হবে’
সর্বশেষ খবর
নারী সংস্কার কমিশন বাতিলের দাবি মেন ফাউন্ডেশনের
নারী সংস্কার কমিশন বাতিলের দাবি মেন ফাউন্ডেশনের
এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন: প্রেস সচিব
এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন: প্রেস সচিব
শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ দেওয়াসহ ১১ দাবি
শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ দেওয়াসহ ১১ দাবি
বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার আরও ১২৫৫
বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার আরও ১২৫৫
সর্বাধিক পঠিত
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন