কয়েক মাস শান্ত থাকার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। মাদক ব্যবসার আধিপত্য নিয়ে বৃহস্পতিবার (১ মে) দুপুর দেড়টার দিকে এক মাছ ব্যবসায়ীকে সশস্ত্র মহড়া দিয়ে তুলে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে একটি সন্ত্রাসী দল। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহত ব্যক্তি মাহতাব হোসেন (৩২) জেনেভা ক্যাম্পের পারসোনাল হাট এলাকার বাসিন্দা ও কাঁচা বাজারের মাছ ব্যবসায়ী।
ক্যাম্প সূত্রে জানা যায়, শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে বুনিয়া সোহেল ও চুয়া সেলিম গ্রেফতারের পর কিছুদিন শান্ত ছিল এলাকা। তবে বুনিয়া সোহেল জামিনে ছাড়া পাওয়ার পর থেকেই ক্যাম্পে আবারও মাদকের দৌরাত্ম্য শুরু হয়। আগের মতোই প্রকাশ্যে মাদক বিক্রি শুরু হয়েছে, এবং কেউ বাধা দিলে সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, জেলখানায় থাকাকালীন সময়ে বুনিয়া সোহেলের ভাই টুনটুন পুরো মাদক ব্যবসা পরিচালনা করতেন। আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার অভিযান চালালেও টুনটুনকে গ্রেফতার না করায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
আহত মাহতাব হোসেনের বড় ভাই গোলাম হোসেন বলেন, বিকালে ধারালো অস্ত্র নিয়ে ২০-২৫ জনের একটি দল আমার ভাইকে বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে বুনিয়া সোহেলের আস্তানায় নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা ও আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়।’
কেন তাকে মারধর করা হলো, এমন প্রশ্নে তিনি বলেন, ‘বুনিয়া সোহেল ও টুনটুনের অভিযোগ, মাহতাবই তাদের পুলিশে ধরিয়ে দিয়েছে। তাই তারা আমাদের পুরো পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’