X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

যেসব দেশে গণমাধ্যম স্বাধীন, সেসব দেশে দুর্ভিক্ষ হয় না: তামিজী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২৫, ১০:৩৪আপডেট : ০৪ মে ২০২৫, ১০:৩৪

কবি, সমাজবিজ্ঞানী ও শিকড়সন্ধানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেছেন, ‘গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় মুক্ত গণমাধ্যম অপরিহার্য। যেসব দেশে গণমাধ্যম স্বাধীন, সেসব দেশে দুর্ভিক্ষ হয় না।’

৩ মে ২০২৫ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) আয়োজিত ‘বর্তমান বিশ্বে সাহসী সাংবাদিকতা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করার সময় তিনি এ কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব জননেতা খায়রুল কবির খোকন। বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বক্তব্য রাখেন খান নজরুল ইসলাম হান্নান, সাংবাদিক নেতা ওমর ফারুক জালাল, কবি রাজু আলীম, কবি অশোক ধর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর সাবেক জিএস বিএনপি নেতা খায়রুল কবির খোকন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার দাবি জানান। তিনি বলেন, ‘আগামী দিনের একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে বানচাল করার জন্যে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চাই।’

অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম বলেন, ‘আপনি কেমন সাহসী সাংবাদিক, তা বোঝা যাবে ক্ষমতাসীনদের সম্পর্কে আপনার মতামত কেমন, তা দেখে। আপনি ক্ষমতাসীন এবং প্রভাবশালী মহলের সমালোচনা করতে পারেন কিনা, তা দেখে। আপনি সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পারেন কিনা, তা দেখেও বোঝা যাবে আপনি সাংবাদিক হিসেবে স্বাধীন কিনা ও সাহসী কিনা। কাজেই সাহসী সাংবাদিক হলো তারা, যারা স্রোতের প্রতিকূলে চলতে জানেন। যারা সরকারের উপকারভোগী নন, যারা সমালোচনা করতে ভয় পান না, যারা স্বাধীনচেতা, যারা জনগণের পক্ষের শক্তি, তারাই হলো সাহসী সাংবাদিক; যারা বিশেষ কোনও ইন্সেন্টিভ বা প্রণোদনার কাছে বিক্রি হয়ে যান না, তারাই হলো সাহসী সাংবাদিক। যেসব দেশে গণমাধ্যম স্বাধীন, সেসব দেশে দুর্ভিক্ষ হয় না।’

সেমিনার শেষে অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর গবেষণা গ্রন্থ ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও রাজনীতি’ পাঠ উন্মোচন করা হয়।  

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জ্যেষ্ঠ আইনজীবী ফারুকীর মৃত্যুতে সুপ্রিম কোর্টের বিচার কাজ আধাবেলা বন্ধ
জ্যেষ্ঠ আইনজীবী ফারুকীর মৃত্যুতে সুপ্রিম কোর্টের বিচার কাজ আধাবেলা বন্ধ
চিন্ময় দাসের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে চট্টগ্রাম আদালতে বিক্ষোভ
চিন্ময় দাসের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে চট্টগ্রাম আদালতে বিক্ষোভ
ডিএমপির প্রসিকিশন বিভাগের দুর্নীতি ৭ কর্ম দিবসের মধ্যে তদন্তের নির্দেশ
ডিএমপির প্রসিকিশন বিভাগের দুর্নীতি ৭ কর্ম দিবসের মধ্যে তদন্তের নির্দেশ
বিবারের বিষণ্নতার কারণ সেলেনার গান!
বিবারের বিষণ্নতার কারণ সেলেনার গান!
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!