সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ও তার পরিবারের সিঙ্গাপুরে থাকা শিরীন কোম্পানির ৪১ লাখ ১৫ হাজার ৪১২ ডলার মূল্যের শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (৪ মে) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক আলমগীর হোসেন অবরুদ্ধ চেয়ে আবেদন করে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গত বছরের ৭ অক্টোবর মোহাম্মদ আজিজ খানের সব ব্যাংক হিসাব স্থগিত (ফ্রিজ) করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ বছরের ৯ মার্চ দুর্নীতির অভিযোগে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ও তার পরিবারের ১৯১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।