বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ)-এর ২০২৫-২০২৭ মেয়াদের জন্য পরিচালনা পর্ষদের অফিস বেয়ারার্স পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম। একইভাবে নির্বাহী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফজলে শামীম এহসান।
বৃহস্পতিবার (১৫ মে) নারায়ণগঞ্জে বিকেএমইএর প্রধান কার্যালয়ে নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্বঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। ৯টি অফিস বেয়ারার পদের বিপরীতে সমানসংখ্যক মনোনয়নপত্র জমা পড়ায় কোনও প্রতিদ্বন্দ্বিতার প্রয়োজন হয়নি। ফলে সব প্রার্থীই বিনা ভোটে নির্বাচিত হন।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অমল পোদ্দার এবং সহ-সভাপতি (অর্থ) পদে নির্বাচিত হয়েছেন মোরশেদ সারোয়ার।
এছাড়া পাঁচজন সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. সামসুজ্জামান, গাওহার সিরাজ জামিল (চট্টগ্রাম), আশিকুর রহমান, ফকির কামরুজ্জামান নাহিদ এবং মোহাম্মদ রাশেদ।
এর আগে পরিচালক পদে ২৬ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হলেন— মনসুর আহমেদ, আহসান খান চৌধুরী, বেলায়েত হোসেন, ইমরান কাদের তুর্য, খন্দকার সাইফুল ইসলাম, এম. ইসফাক আহসান, আহেমদ নূর ফয়সাল, মো. আব্দুল হান্নান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মহসিন রাব্বানি, শাহরিয়ার সাইদ, মোহাম্মদ শামসুল আজম, আব্দুল বারেক, মো. জামাল উদ্দিন মিয়া, নন্দ দুলার সাহা, রতন কুমার সাহা, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. ইয়াসিন, রাজীব চৌধুরী, ফৌজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, মিনহাজুল হক, মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া ও সালাহ উদ্দিন আহমেদ।
নবনির্বাচিত নেতৃত্ব আগামী দুই বছর দেশের প্রধান রফতানি খাত নিটওয়্যার শিল্পের প্রবৃদ্ধি ও সমস্যা মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।