তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমাবেশ চলছে। সেখানে বক্তব্য রাখছেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করছেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন।
ইতোমধ্যে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের অ্যালামনাই ড. জহিরুল ইসলাম সিকদার, জবির সাবেক ভিপি আলমগীর ইসলাম লোটন, পরিবেশ সংগঠক গ্রিন ভয়েসের কেন্দ্রীয় সমন্বয়ক হুমায়ূন কবির সুমন। পর্যায়ক্রমে অনেকেই বক্তব্য রাখছেন। বক্তারা আজকের মধ্যে দাবি মেনে নিতে সরকারকে আহ্বান জানান।
এর আগে, শুক্রবার সকালে তৃতীয় দিনের মতো যমুনার সামনের সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। জুমার নামাজের পর গণঅনশনের কথা রয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) জবি ঐক্যের পক্ষ থেকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন দাবি না মানলে গণঅনশনের ঘোষণা দেন।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামেন জবির শিক্ষার্থীরা। সেদিন দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে এগুতে চাইলে কাকরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী আহত হন। বুধবার সারা রাত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে কয়েক হাজার শিক্ষার্থী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিন রাতেও তারা যমুনার সামনে অবস্থান নেন তারা।