X
মঙ্গলবার, ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

‘মার্চ টু যমুনা’ কর্মসূচি: কাকরাইলে শ্রমিক-পুলিশ মুখোমুখি, উত্তপ্ত পরিস্থিতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৫, ১৫:৩১আপডেট : ২০ মে ২০২৫, ১৬:০৮

বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কাকরাইলে মঙ্গলবার (২০ মে) দুপুরে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে যায় পোশাকশিল্প প্রতিষ্ঠান টিএনজেড গ্রুপের শতাধিক শ্রমিক।

দুপুর আড়াইটার দিকে জাতীয় শ্রম ভবনের সামনে থেকে মিছিল শুরু করে শ্রমিকরা কাকরাইল মোড় হয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের দিকে অগ্রসর হন। তবে ৩টার দিকে তারা প্রধান বিচারপতির বাসভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েন এবং সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

এসময় শ্রমিকরা ‘বেতন চাই, বোনাস চাই—চূড়ান্ত হিসাব আজই চাই’; ‘১৪ মাসের ঘাম কোথায়? টিএনজেড জবাব চাই!’; ‘মেহনতি মানুষের ঘাম বৃথা যেতে পারে না’; ‘যেখানে বেতন নেই, সেখানে শান্তি নেই!’ এবং ‘আমরা চাই না দয়া, চাই ন্যায্য পাওনা’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

শ্রমিকদের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি

এর আগে সকাল ৯টা থেকেই শ্রমিকরা জাতীয় শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।

এদিকে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে আজও আন্দোলনরত শ্রমিকদের বাধায় কার্যালয়ে প্রবেশ করতে পারেননি কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবারের (১৯ মে) মতো আজ সকাল ৯টা থেকেই শ্রম ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন স্টাইল ক্রাফট ও ইয়াং ওয়ান্স বিডি’র শ্রমিকরা।

স্টাইল ক্রাফটের শ্রমিক নেতা রাজু আহমেদ জানান, ‘গতকাল (সোমবার) আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিয়েছি। কিন্তু এখনও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এজন্য আজও শ্রম ভবনে কাউকে প্রবেশ করতে দিচ্ছি না।’

তিনি বলেন, টিএনজেড গ্রুপের ১,০৫৮ জন শ্রমিকের ১৪ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস মিলিয়ে মোট ২০ কোটি ৮৬ লাখ টাকা পাওনা রয়েছে। এসব পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

অ্যাকশনে পুলিশ

শ্রমিক নেতা শহীদুল ইসলাম জানান, ‘রমজানের ঈদের আগে আমাদের ১৭ কোটি টাকা পাওনার স্থলে শ্রম সচিব ৩ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু শেষপর্যন্ত দেওয়া হয় মাত্র ২ কোটি ৬৭ লাখ টাকা। এটা আমাদের সঙ্গে প্রতারণা।’

তিনি আরও বলেন, দাবি আদায়ের লক্ষ্যে আজকের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি চূড়ান্ত আন্দোলনের অংশ। দাবি পূরণ না হলে আমরা ফিরে যাবো না।

এদিকে শ্রমিকদের আন্দোলনের বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, প্রধান উপদেষ্টা বাসভবনকে কেন্দ্র করে কাকরাইল ও এর আশপাশের যেকোনও ধরনের আন্দোলন ও বিক্ষোভ মিছিল নিষিদ্ধ। তবে তারা যে আন্দোলনে এখানে এসেছে তাতে আমাদের কোনও সমস্যা নেই। তবে তারা যদি কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করে কিংবা পুলিশের ব্যারিকেট ভাঙার চেষ্টা করে তাহলের তাদের প্রতিহত করা হবে।

/এবি/ইউএস/
সম্পর্কিত
কদমতলীতে জুয়া খেলাকে কেন্দ্র করে যুবকের আত্মহত্যার অভিযোগ
সাক্ষী হিসেবে সাংবাদিককে তলবের এখতিয়ার পুলিশের নেই: ক্র্যাব
আন্দোলনে অনড় শ্রমিকরা, প্রধান উপদেষ্টার সাক্ষাতে যমুনায় প্রতিনিধিদল
সর্বশেষ খবর
অবশেষে ঢাকায় ফিরলো বাংলাদেশ ফুটবল দলকে বহনকারী বিমান
অবশেষে ঢাকায় ফিরলো বাংলাদেশ ফুটবল দলকে বহনকারী বিমান
বৃষ্টিতে মোহামেডানের ম্যাচ স্থগিত, রাকিব পেলেন চার গোল
বৃষ্টিতে মোহামেডানের ম্যাচ স্থগিত, রাকিব পেলেন চার গোল
‘হয় জিতবো অথবা হেরে যাবো, ড্র করা যাবে না’
‘হয় জিতবো অথবা হেরে যাবো, ড্র করা যাবে না’
২৫ ক্যাডারের কর্মকর্তাদের মানববন্ধন কর্মসূচি পালন
২৫ ক্যাডারের কর্মকর্তাদের মানববন্ধন কর্মসূচি পালন
সর্বাধিক পঠিত
ক্ষমা চাইলেন ইশরাক
ক্ষমা চাইলেন ইশরাক
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা
মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা 
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা 
ইফতারের জন্য তোলা টাকায় সবাইকে পাঞ্জাবি দেওয়া সম্ভব হয়নি: বৈষম্যবিরোধী আন্দোলন
১৬ নেতা পদত্যাগের পর প্রতিক্রিয়াইফতারের জন্য তোলা টাকায় সবাইকে পাঞ্জাবি দেওয়া সম্ভব হয়নি: বৈষম্যবিরোধী আন্দোলন