X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

ফিরে দেখা: ৮ জুলাই ২০২৪

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ জুলাই ২০২৫, ০৮:০০আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৮:০০

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত ২০২৪ সালের জুলাই। গত বছরের জুলাই-আগস্ট মাসের দিনগুলো ফিরে দেখতে বাংলা ট্রিবিউনের এই প্রয়াস।

আজ ৮ জুলাই। ২০২৪ সালের এই দিনে রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ করেন কোটা আন্দোলনকারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকাল সাড়ে ৪টার দিকে তারা রাজধানীর গুরুত্বপূর্ণ এই পয়েন্ট ব্লক করেন।  

এদিন ঢাকার ১১টি স্থানে অবরোধ কর্মসূচি দেন আন্দোলনকারীরা। এছাড়া রাজধানীর বাইরে সারা দেশে ৯টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহে রেলপথ অবরোধ করা হয় এবং সাভার, গোপালগঞ্জ, বরিশাল, কুষ্টিয়া, রংপুর ও কুমিল্লায় মহাসড়ক অবরোধ করা হয়।

এদিন দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ডিপার্টমেন্ট থেকে শিক্ষার্থীরা আলাদাভাবে ব্যানার ও মিছিল নিয়ে এসে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। সেখান থেকে সম্মিলিতভাবে ক্যাম্পাস ঘুরে তারা শাহবাগ মোড়ে আসেন।

এদিন রাজধানীর শাহবাগ মোড়ের কর্মসূচি থেকে পরদিন ৯ জুলাই (মঙ্গলবার) সারা দেশে শিক্ষার্থীদের সঙ্গে গণসংযোগ করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এর পরের দিন ১০ জুলাই থেকে সর্বাত্মক অবরোধ করারও ঘোষণা দেন তারা। কোটা সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী নাহিদ ইসলাম জানান, বুধবারের (১০ জুলাই) কর্মসূচি আগামীকাল (৯ জুলাই) বিকালে অনলাইনে সংবাদ সম্মেলন করে জানানো হবে।

রাত সাড়ে ৮টার দিকে শাহবাগ থেকে দ্বিতীয় দিনের কর্মসূচির সমাপনী বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, গত ৫ জুন থেকে আমরা আন্দোলন করে আসছি। আমরা স্মারকলিপি দিয়েছি, সম্ভাব্য সব প্রক্রিয়ায় আমাদের দাবি জানিয়ে এসেছি। আমরা হুট করেই রাজপথে নামিনি। আমরা আমাদের দাবি জানিয়ে দিয়েছি। এখন বল সরকারের কোর্টে।

কর্মসূচির বিষয়ে তিনি বলেন, আমরা অর্ধবেলা ব্লকেড করছি। কিন্তু তাতে সীমাবদ্ধ থাকবো না। আমরা বুধবার থেকে সারা দেশে সর্বাত্মক ব্লকেড করার জন্য আগামীকাল (মঙ্গলবার) সারা দেশের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে অনলাইন ও অফলাইনে গণসংযোগ করবো। বুধবারের কর্মসূচি আগামীকাল অনলাইনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

/ইউএস/এমওএফ/
টাইমলাইন: ফিরে দেখা জুলাই
০৮ জুলাই ২০২৫, ০৮:০০
ফিরে দেখা: ৮ জুলাই ২০২৪
০৭ জুলাই ২০২৫, ০৮:০০
০৬ জুলাই ২০২৫, ০৮:০০
০৫ জুলাই ২০২৫, ০৮:০০
০৪ জুলাই ২০২৫, ০৮:০০
০৩ জুলাই ২০২৫, ০৮:০০
০২ জুলাই ২০২৫, ০৮:০০
০১ জুলাই ২০২৫, ০৮:২৩
সম্পর্কিত
পুলিশের লাঠিপেটায় ২০-৩০ বিডিআর সদস্য আহতের অভিযোগ
শেখ হাসিনার এপিএস লিকুর জমি জব্দ, হিসাব অবরুদ্ধ
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সর্বশেষ খবর
সাগর উত্তাল, নিরাপদ আশ্রয় নিলো মাছ ধরার শত শত ট্রলার
সাগর উত্তাল, নিরাপদ আশ্রয় নিলো মাছ ধরার শত শত ট্রলার
বাংলাদেশসহ ১৪ দেশে নতুন শুল্কের সময়সীমা ‘শতভাগ চূড়ান্ত নয়’: ট্রাম্প
বাংলাদেশসহ ১৪ দেশে নতুন শুল্কের সময়সীমা ‘শতভাগ চূড়ান্ত নয়’: ট্রাম্প
দেয়ালের কার্নিশ ভেঙে পড়ে প্রাণ গেলো কিশোরের
দেয়ালের কার্নিশ ভেঙে পড়ে প্রাণ গেলো কিশোরের
ফরিদা পারভীনের মৃত্যুর গুজব...
ফরিদা পারভীনের মৃত্যুর গুজব...
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের