X
মঙ্গলবার, ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

জাহাজে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৫, ১৫:৫৬আপডেট : ২০ মে ২০২৫, ১৫:৫৬

এম.টি বাংলার জ্যোতি ও এম.টি বাংলার সৌরভ জাহাজে সংঘটিত দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২০ মে) রাজধানীর বিএসসি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে জাহাজ দুটির নিহত ক্যাডেট ও নাবিকদের প্রতি পরিবারকে ৩০ লাখ টাকা করে মোট চারটি পরিবারের হাতে এক কোটি ২০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় উপদেষ্টা নিহত নাবিক ও ক্যাডেটদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

চেক প্রদানকালে উপদেষ্টা বলেন,  অগ্নি দুর্ঘটনায় নিহতদের  পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি। সরকার সবসময় তাদের পাশে রয়েছে । ক্ষতিগ্রস্ত পরিবারের উপযুক্ত সদস্যদের কর্মসংস্থান ও পড়ালেখার বিষয়েও বিএসসি সহযোগিতা করছে। তাছাড়া, এই আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে বিএসসি মেরিন কমিনিটির জন্য একটি দৃষ্টান্ত স্হাপন করতে সমর্থ হয়েছে।

বিএসসিকে সরকারের একটি গুরুত্বপূর্ণ ও লাভজনক সংস্থা হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিএসসি মেরিটাইম সেক্টরের উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিকমানের শিপিং সেবা প্রদানের মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটির কার্যক্রম আরও বিস্তৃত ও লাভজনক করতে দুটি এলএনজি জাহাজ কেনার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর  বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এম.টি বাংলার জ্যোতি জাহাজ ডলফিন জেটিতে অবস্থান কালে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় ডেক ক্যাডেট  সৌরভ কুমার সাহা,  হাইলি স্কিল্ড অটোমেকানিক মো. নুরুল ইসলাম, দৈনিকভিত্তিক ফিটার হারুন অর রশিদ নিহত হন। 

এছাড়া গত ৫ অক্টোবর এম.টি বাংলার সৌরভ জাহাজের অগ্নি দুর্ঘটনায় সাদিক মিয়া আহত হন এবং চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিহতদের মরদেহ বিএসসি’র প্রাঙ্গণে আনার পরে  পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।  তাৎক্ষণিকভাবে বিএসসি’র পক্ষ হতে নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে ৫০ হাজার করে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনে যথাযথ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিল্ড মার্শাল পদে পদোন্নতি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
ফিল্ড মার্শাল পদে পদোন্নতি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
জাতীয় পুরুষ হ্যান্ডবল শুরু, থাকছে অর্থ পুরস্কারও
জাতীয় পুরুষ হ্যান্ডবল শুরু, থাকছে অর্থ পুরস্কারও
পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৬০৫
পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৬০৫
অবশেষে ঢাকায় ফিরলো বাংলাদেশ ফুটবল দলকে বহনকারী বিমান
অবশেষে ঢাকায় ফিরলো বাংলাদেশ ফুটবল দলকে বহনকারী বিমান
সর্বাধিক পঠিত
ক্ষমা চাইলেন ইশরাক
ক্ষমা চাইলেন ইশরাক
মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা
মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা 
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা 
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ইফতারের জন্য তোলা টাকায় সবাইকে পাঞ্জাবি দেওয়া সম্ভব হয়নি: বৈষম্যবিরোধী আন্দোলন
১৬ নেতা পদত্যাগের পর প্রতিক্রিয়াইফতারের জন্য তোলা টাকায় সবাইকে পাঞ্জাবি দেওয়া সম্ভব হয়নি: বৈষম্যবিরোধী আন্দোলন