দীর্ঘ প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর বলেছেন, ‘দুদকে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন।’ অভিযোগ প্রমাণিত হলে তিনি জেলে যেতেও রাজি আছেন বলে জানিয়েছেন।
বুধবার (২১ মে) দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘অসত্য ও ভিত্তিহীন অভিযোগের কারণে তাকে সামাজিক ও পারিবারিকভাবে হেয় হতে হয়েছে।’ এটারও যথাযথ তদন্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি।
এছাড়াও দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মুহাম্মদ তুহিন ফারাবী ও বর্তমান পিও ডা. মাহমুদুল হাসান দুর্নীতি দমন কমিশনে (দুদক) তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। তারাও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম জানান, সংশ্লিষ্টরা দুদকের কাছে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তারা বিস্তারিত পর্যালোচনা করে তাদের প্রতিবেদন দেবেন।
তিনি আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের দুদকে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে বক্তব্য উপস্থাপন করার কথা রয়েছে।