X
শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

বেড়েছে শসা-কাঁচা মরিচের দাম, চাহিদার অজুহাত

ইমরান আলী
০৬ জুন ২০২৫, ১৮:০১আপডেট : ০৬ জুন ২০২৫, ১৮:০১

ঈদকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন বাজারে শসা ও কাঁচা মরিচের দাম বেড়েছে। শসার দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আর কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা। তবে ডিমের দাম ডজনে ১০ টাকা কমেছে। এছাড়া বেশিরভাগ সবজি ও মুরগির দাম অপরিবর্তত রয়েছে।

শুক্রবার (৬ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বিক্রেতারা শসা বিক্রি করছেন ৬০ থেকে ৯০ টাকা প্রতি কেজি। দুদিন আগেও ৩০ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হয়েছে শসা। এছাড়া কেজি ৬০ থেকে ৮০ টাকা বিক্রি হওয়া কাঁচা মরিচ আজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। তবে ১৩৫ থেকে ১৪০ টাকা ডজন বিক্রি হওয়া ডিমের দাম কমে ১২৫ থেকে ১৩০ টাকা হয়েছে আজ।

‘কোরবানির ঈদের সময় শসার চাহিদা বেশি থাকে, তাই দামও বেড়ে যায়। এবারও তাই হয়েছে। আড়তে গিয়ে তো আমরা শসা খুঁজেই পাচ্ছিলাম না’— শসার দাম বাড়ার কারণ হিসেবে রামপুরার এক ব্যবসায়ী এমন মন্তব্য করেন।

রামপুরার ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ‘দুদিন আগেও আমরা শসার কেজি ৪০ টাকা বিক্রি করেছি। আজ আড়তেই দেশি শসার কেজি ৭০ থেকে ৮০ টাকা। হাইব্রিড শসার দাম একটু কম আছে। ৭০ থেকে ৮০ টাকা কেজি কিনে তো আর ৯০ টাকার নিচে বিক্রি করা যায় না। তাই ৯০ টাকা কেজি বিক্রি করছি।’

একই বাজারের ব্যবসায়ী মো. মিলন বলেন, ‘কোরবানির ঈদের সময় সব বাড়িতেই মাংস রান্না হয়। মাংসের সঙ্গে সালাদ সবার প্রিয়। তাই কোরবানির ঈদের সময় কাঁচা মরিচ, শসা, লেবু ও টমেটোর চাহিদা বেশি থাকে। চাহিদা বেশি থাকায় এসব পণ্যের দাম বেড়ে যায়।’

তিনি বলেন, ‘বাজারে লেবু ও টমেটোর সরবরাহ ভালো। তাই এ দুটি পণ্যের দাম বাড়েনি। তবে কাঁচা মরিচ ও শসার সরবরাহ কম। তাই দামও বেড়েছে। গতকাল শসার কেজি ৫০ থেকে ৬০ টাকা বিক্রি করেছি, আজ ৮০ থেকে ৯০ টাকা বিক্রি করতে হচ্ছে। এছাড়া ৮০ টাকা কেজি বিক্রি করা কাঁচা মরিচ আজ ১২০ টাকা বিক্রি করতে হচ্ছে। কারণ, আমাদেরই কিনতে হয়েছে অনেক বেশি দামে।’

খিলগাঁওয়ে শসা কিনতে আসা সাইফুল ইসলাম বলেন, ‘গত মঙ্গলবার শসা কিনেছি ৪০ টাকা কেজি দরে, আজ এক লাফে ৯০ টাকা হয়ে গেছে। হুট করে এভাবে দাম বাড়া ঠিক না। যারা বাজার তদারকির দায়িত্বে আছেন তাদের বিষয়টা দেখা উচিত।’

এদিকে দুদিন আগে ১৩০ টাকা ডজন ডিম বিক্রি হলেও আজ ১২০ টাকা ডজন বিক্রি হচ্ছে। এছাড়াও আলু, রসুন, পেঁয়াজ, আদা আগের দামে বিক্রি হচ্ছে। তবে দুদিনে ডিমের দাম ডজনে ১০ টাকা কমেছে। ডিমের চাহিদা কম থকায় এই দাম কমেছে।

ব্যবসায়ীরা বলেন, ডিমের দাম আরও একটু কমতে পারে। কারণ শনিবার কোরবানি হওয়ার পর সবার ঘরে ঘরেই মাংস থাকবে। দুই-তিনদিন মানুষ মাংস খাবে বেশি। এ সময় অন্য খাবারের চাহিদা কম থাকবে। তবে ঈদের দুই-তিনদিন পর ডিম এবং কাঁচা সবজির দাম বেড়ে যেতে পারে।

সবজির বাজার ঘুরে দেখা গেছে, আগের দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। পটল, চিচিঙ্গা ও ঝিঙা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা কেজি। কাঁকরোল, বরবটি, কচুর লতি, করলা, বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে। ঢেঁড়স বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি। এছাড়া পাকা টমেটো বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি।

সবজির মতো দাম অপরিবর্তিত রয়েছে মুরগির। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা। কিছু ব্যবসায়ী ১৮০ টাকা কেজি চাইলেও দরদাম করলে ১৭০ টাকায় কেনা যাচ্ছে। একইভাবে কমে সোনালি মুরগি প্রতি কেজি ২৬০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

/ইউএস/
সম্পর্কিত
মজুত পর্যাপ্ত, তবু চালের দাম লাগামছাড়া
শতক ছুঁয়েছে শসার কেজি, কমেছে কাঁচা মরিচের দাম
নাগালের বাইরে সবজি, দাম বেড়েছে মুরগি-মাছেরও
সর্বশেষ খবর
গোপালগঞ্জে থমথমে অবস্থা, রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল
গোপালগঞ্জে থমথমে অবস্থা, রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল
সমাবেশে যাওয়ার পথে দুর্ঘটনায় ২ জামায়াত নেতা নিহত
সমাবেশে যাওয়ার পথে দুর্ঘটনায় ২ জামায়াত নেতা নিহত
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণের চেষ্টায় হাজারও দমকলকর্মী
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণের চেষ্টায় হাজারও দমকলকর্মী
আজও রশি টেনে ডিঙিতে পারাপার, ভোগান্তিতে বাঙালি নদীপারের মানুষ
আজও রশি টেনে ডিঙিতে পারাপার, ভোগান্তিতে বাঙালি নদীপারের মানুষ
সর্বাধিক পঠিত
জামায়াতের সম্মেলনকে কেন্দ্র করে ঢাবি শিক্ষার্থীদের জন্য প্রশাসনের নির্দেশনা
জামায়াতের সম্মেলনকে কেন্দ্র করে ঢাবি শিক্ষার্থীদের জন্য প্রশাসনের নির্দেশনা
সমাবেশের জন্য বিশেষ ট্রেন নিয়ে সমালোচনা: ব্যাখ্যা দিলো রেল কর্তৃপক্ষ
সমাবেশের জন্য বিশেষ ট্রেন নিয়ে সমালোচনা: ব্যাখ্যা দিলো রেল কর্তৃপক্ষ
কেন লাল কাপড়ে ঢেকে দেওয়া হলো আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প?
কেন লাল কাপড়ে ঢেকে দেওয়া হলো আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প?
দেশের জন্য সোনালি ভবিষ্যৎ অপেক্ষা করছে: বাণিজ্য উপদেষ্টা
দেশের জন্য সোনালি ভবিষ্যৎ অপেক্ষা করছে: বাণিজ্য উপদেষ্টা
হাইকোর্টে বিচারপতি নিয়োগে প্রথমবারের মতো নেওয়া হলো ভাইভা
হাইকোর্টে বিচারপতি নিয়োগে প্রথমবারের মতো নেওয়া হলো ভাইভা