X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

রাজধানীর ২ ওয়ার্ড লকডাউনে প্রস্তুত দুই সিটি করপোরেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২০, ২১:০০আপডেট : ০৬ জুন ২০২০, ২১:২০

লকডাউন করোনাভাইরাস প্রতিরোধে পরীক্ষামূলকভাবে রাজধানী ঢাকার দুটি ওয়ার্ড লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওয়ার্ড দুটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ড (ওয়ারী) ও উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড (ধানমন্ডির রাজাবাজার)। রবিবার (৭ জুন) সকাল থেকে এ দুটি ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এজন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে দুই সিটি করপোরেশন।
জানতে চাইলে উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, নাগরিকদের নিরাপত্তার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। কোন ওয়ার্ডকে কীভাবে লকডাউন করতে হবে তা নিয়ে এরই মধ্যে আমি আমাদের কাউন্সিলর, কর্মকর্তা ও পুলিশের সঙ্গে বৈঠক করেছি। আর মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যে কনফারেন্স হয়েছে সেখানেও বিস্তারিত আলোচনা হয়েছে।
জানতে চাইলে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ভিডিও কনফারেন্স হয়েছে। আমরা তাদের জানিয়েছি আমাদের যেসব ওয়ার্ডে ৫০০ জনের বেশি আক্রান্ত রয়েছে সেসব ওয়ার্ড লকডাউন করতে। কিন্তু তাতে তারা রাজি ছিলেন না। পরে ওয়ারী এলাকাকে করার প্রস্তাব দিয়েছি।
তিনি আরও বলেন, ওয়ার্ড লকডাউন করতে আমাদের কাছে যে ধরনের প্রস্তাব আসবে আমরা তা বাস্তবায়ন করতে প্রস্তুত। আমাদের কাউন্সিলরদের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে চাই। তাদের সঙ্গে যেসব লোকজন থাকেন তারাই এটা বাস্তবায়ন করতে যথেষ্ট। এজন্য অর্থনৈতিকসহ যে পরিমাণ সাপোর্ট দরকার আমরা সব করবো।
আরও পড়ুন:
এবার আসছে লকডাউন
রাজধানীর দুই এলাকা দিয়ে কাল শুরু হচ্ছে জোনভিত্তিক লকডাউন

/এসএস/এমআর/এমএমজে/
সম্পর্কিত
শরীফার গল্প ফেরাতে প্রতিবাদ করবে উদীচী
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু
৩০০ ফুট সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে ‘ওভার স্পিড’ মামলা
সর্বশেষ খবর
থানচির দুর্গম পাহাড়ি পাড়ায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে বিজিবি
থানচির দুর্গম পাহাড়ি পাড়ায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে বিজিবি
কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনার দুই ম্যাচ
কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনার দুই ম্যাচ
আরেকটু হলে ক্যারিয়ারই শেষ হয়ে যেতো ফাহিমের!
আরেকটু হলে ক্যারিয়ারই শেষ হয়ে যেতো ফাহিমের!
কানাডাজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ‘আর্টসেল’
কানাডাজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ‘আর্টসেল’
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব