X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

ছাদে উৎসবেও পুলিশের না, তবুও প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২০, ২৩:৫৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২৩:৫৯

ছাদে উৎসবেও পুলিশের না, তবুও প্রস্তুতি বিদায় নিচ্ছে ২০২০। অন্যান্যবার নতুন ইংরেজি বছরকে বিদায় জানাতে রাজধানীসহ সারাদেশে উৎসবমুখর পরিবেশে পালিত হতো থার্টি ফার্স্ট নাইট। কিন্তু এবার তাতে বাধ সেধেছে করোনা মহামারি। তাই এই উৎসবে থাকছে নানা সীমাবদ্ধতা। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, বাসা বাড়ির ছাদেও থার্টি ফার্স্ট নাইট পালনের জন্য একত্রিত হওয়া যাবে না। নিজ ঘরের মধ্যে স্বল্প পরিসরে অনুষ্ঠানের আয়োজন করে বিদায় দিতে হবে এ বছরকে।
তারপরও ছোট পরিসরে প্রস্তুতি নিচ্ছেন রাজধানীর মোহাম্মাদপুর, ধানমণ্ডি, শ্যামলী এলাকাসহ আবাসিক এলাকার কিছু বাসার ভাড়াটিয়ারা। বাড়িতে ছাদকেদ্রিক উৎসবের আয়োজন রেখেছেন তারা।
মোহাম্মাদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের ৫ নাম্বার রোডের ৮ তলা বাড়ির মালিক সোহেল রানা বলেন, আমাদের ৮ তলা ফ্লাটে মোট ১২টা পরিবার আছে। তারা থার্টি ফাস্ট নাইটে একত্রিত হয়ে ছাদে পিকনিকের মতো আয়োজনের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছে। ছোট সাউন্ড সিস্টেম, কিছু লাইটিং আর খাওয়া-দাওয়া হবে। যদিও পুলিশের থেকে নিষেধ আছে। সেটা মাথায় রেখে আমরা আতশবাজি পরিকল্পনা বাদ দিয়েছি। তবে নিজেদের মধ্যে একটু মজা করে পালন করার প্ল্যান করেছি আমরা।
ধানমণ্ডির ১৫-এর স্টাফ কোয়ার্টারের পশ্চিম পাশের ৭ তলা ভবনের মালিক আসাদ চৌধুরী বলেন, আমরা আমাদের বাসা থেকেই উদযাপন করবো। তবে অন্যরা ছাদে ছোট পরিসরে একটা পার্টি করার অনুমতি চেয়েছেন। গান-বাজনা না করে খাওয়া দাওয়া করতে অনুমতি দিয়েছি।
বাসা-বাড়ির ছাদে থার্টি ফার্স্ট নাইট পালনের বিষয়ে মোহাম্মাদপুর ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির জাহিদ হোসেন বলেন, আমরা আমাদের পক্ষ থেকে সকল ফ্ল্যাট মালিকদের নির্দেশনা দিয়ে দিয়েছি। ভাড়াটিয়াদেরও বলে দিয়েছি থার্টি ফার্স্ট নাইটে জনসমাগম না করে নিজ নিজ বাসায় অবস্থান করতে। সবার ভালোর জন্য তারা এই অনুরোধে সাড়া দেবেন বলে আমরা মনে করি।
এদিকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও করোনা মহামারির কারণে থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে বিশেষ নির্দেশনা দিয়েছে ডিএমপি। নির্দেশনা অনুযায়ী উন্মুক্ত স্থানে, বাসার ছাদে কোনও অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। পটকাবাজি, আতশবাজি, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালানোর ওপরও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা।
এছাড়া ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর কোনও বার খোলা রাখা যাবে না। রাত ১০টার পর সব ফাস্টফুড দোকান বন্ধ থাকবে। সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে আবাসিক হোটেলগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান করতে পারবে। তবে ডিজে পার্টি করতে দেওয়া যাবে না। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ২০২১ তারিখ ভোর ৬টা পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে সব ধরনের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন না করার জন্য সংশ্লিষ্ট নগরবাসীকে অনুরোধ করেছেন।
অন্যদিকে পুলিশের পাশাপাশি র‍্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, থার্টি ফার্স্ট নাইটে আপনারা বাহিরে এলোমেলো ঘোরাঘুরি করবেন না। যে গুলো নিষেধ আছে সে গুলো মেনে চলবেন। সবাই ঘরে বসে নিজের পরিবার পরিজনদের সঙ্গে আনন্দ-উল্লাস করুন।

/এসএইচ/এমআর/
সম্পর্কিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেফতার
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ১৭ মে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন
সর্বশেষ খবর
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
কোপা আমেরিকায় ব্রাজিলের বিস্ময় জাগানিয়া দল
কোপা আমেরিকায় ব্রাজিলের বিস্ময় জাগানিয়া দল
দেহরক্ষীদের প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি
দেহরক্ষীদের প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি
ব্যাটারদের ব্যর্থতায় শেষ ওভারে রোমাঞ্চ দেখলেন দর্শকরা 
ব্যাটারদের ব্যর্থতায় শেষ ওভারে রোমাঞ্চ দেখলেন দর্শকরা 
সর্বাধিক পঠিত
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
‘ইউরোপে অভিবাসীদের আশ্রয় চাওয়ার প্রেক্ষাপট পাল্টে যাবে’
‘ইউরোপে অভিবাসীদের আশ্রয় চাওয়ার প্রেক্ষাপট পাল্টে যাবে’
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র