X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ছাড়পত্র পেয়েও হাসপাতাল ছাড়ছেন না করোনামুক্ত মান্নান

আমিনুল ইসলাম বাবু
২৭ এপ্রিল ২০২১, ১৭:১২আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৭:১২

বরিশালের মুলাদি উপজেলার চড় মালিয়া গ্রামের সেকান্দর ব্যাপারীর ছেলে মান্নান। গত সোমবার (২৬ তারিখ) ঢামেক হাসপাতাল করোনা ইউনিট থেকে তাকে ছুটি দিয়েছেন চিকিৎসারা। কিন্তু করোনামুক্ত হলেও হাসপাতাল ছাড়েননি রোগী ও তার স্বজনরা।

এদিকে মান্নানের স্ত্রী শিল্পী বেগম বলেন, মান্নানের দু বছর আগে একবার মানসিক সমস্যা হয়েছিল। তখন মানসিক হাসপাতালে ভর্তি থেকে সুস্থ হন। মাসখানেক আগে আবারও এ সমস্যা দেখা দেয়। পরে হাসপাতালে নেওয়া হয়।

মান্নানকে ছুটি দেওয়া হয়েছে, যাচ্ছেন না কেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, গাড়ি নাই, লঞ্চ নাই কিভাবে যাই। বাড়িতে সংবাদ দিয়েছি, কেউ আসলে যাবো। এ ছাড়াও আমার কাছে এত টাকা নাই যে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যাবো।

ছাড়পত্র পেয়েও হাসপাতাল ছাড়ছেন না করোনামুক্ত মান্নান

২৭ এপ্রিল সকালে ঢামেক হাসপাতালের নতুন ভবনের পাগলামি করছিল মান্নান। তখন তার স্বজনরা তাকে টানাটানি করে আবার হাসপাতালে ধরে নেওয়ার সময় নজরে পড়ে গণমাধ্যমের। পরে সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, করোনা পজিটিভ হওয়ায় গত ২০ এপ্রিল থেকে ঢামেক হাসপাতালের ৯০১ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল মান্নান। চিকিৎসকরা বলছেন, তার মানসিক সমস্যা রয়েছে। এখন তিনি করোনামুক্ত কিন্তু অর্থাভাবে হাসপাতাল ছেড়ে যেতে পারছেন না। তার ওপর লঞ্চ বন্ধ।

সেখানে কর্তব্যরত নার্স রুহুল আমিন জানিয়েছেন, মান্নান মানসিকভাবে অসুস্থ। তিনি গত ১০ এপ্রিল থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিউটে ভর্তি ছিলেন। সেখানে তার করোনা পজিটিভ হওয়ার পরে গত ২০ তারিখ থেকে এখানে তিনি ভর্তি ছিলেন। ২৬ তারিখ তাকে চিকিৎসকরা ছাড়পত্র দিয়েছেন। কিন্তু তারা এখনও যাননি।

ছাড়পত্র পেয়েও হাসপাতাল ছাড়ছেন না করোনামুক্ত মান্নান

ওই বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল নাঈম জানিয়েছেন, মানসিক ইন্সটিটিউটে করোনা রোগীর চিকিৎসা থাকার পরে তারা আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে। আমরা তাকে চিকিৎসা দিয়েছি। তার অবস্থার অনেক উন্নতি হয়েছে, তার শ্বাসকষ্ট নেই, তিনি দিব্যি ঘুরাফেরা করছেন। তাই তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ছাড়পত্র পেয়েও হাসপাতাল ছাড়ছেন না করোনামুক্ত মান্নান

ছবি: নাসিরুল ইসলাম

/ইউআই/এমআর/
সম্পর্কিত
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
পরিকল্পনাবিহীন ডিগ্রি অর্জনের কারণে বেকার থাকতে হচ্ছে: সালমান এফ রহমান 
সর্বশেষ খবর
বিজয়ের সেঞ্চুরিতে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
বিজয়ের সেঞ্চুরিতে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
যশোরে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের আশ্বাস আইনমন্ত্রীর
যশোরে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের আশ্বাস আইনমন্ত্রীর
সুন্দরবনে আগুনে ৫ একর এলাকার ক্ষতি
সুন্দরবনে আগুনে ৫ একর এলাকার ক্ষতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ