X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কমিউনিটি সেন্টার খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ১৭:৩১আপডেট : ১৫ জুন ২০২১, ১৭:৩১

করোনা পরিস্থিতির কারণে সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকায় প্রায় চার হাজার কমিউনিটি সেন্টার বন্ধ রয়েছে। এতে প্রতি মাসে প্রায় শত কোটি টাকা লোকসান হচ্ছে। লোকসান বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে কমিউনিটি সেন্টার খোলার দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিটি সেন্টার, কনভেনশন হল ও ক্যাটারিং অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (১৫ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন কমিউনিটি সেন্টার, কনভেনশন হল ও ক্যাটারিং সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক যুবায়ের হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনা পরেস্থিতিতে ব্যাংক, বিমা, অফিস-আদালত খোলা থাকলেও আমাদের কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, ক্যাটারিং সার্ভিস বন্ধ রয়েছে। এতে প্রতি মাসে লোকসান গুনতে হচ্ছে শত কোটি টাকা। অন্যদিকে এ খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মরত ২০ লাখ মানুষের স্থায়ী চাকরি না থাকায় এই পরিস্থিতিতে মানবিক বিপর্যয়ে পড়েছেন তারা। তারা তাদের সংসার চালাতে পারছেন না, সন্তানদের পড়া-লেখা করাতে পারছেন না।

এ সময় তারা বলেন, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল ও ক্যাটারিং বন্ধ থাকার পরও সেখানে গ্যাস, বিদ্যুৎ বিলসহ ভাড়া দিতে হচ্ছে। বিপুল পরিমাণ ক্ষতি নিয়ে এ খাতের ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনা করে কমিউনিটি সেন্টারের মালিক, শ্রমিক, কর্মচারীসহ সংশ্লিষ্টদের কথা বিবেচনায় এনে অর্ধেক আসন খালি রেখে এসব প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাই। স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে আমরা বিয়ে, জন্মদিন, গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে নিজেদের পরিবার নিয়ে একটু বাঁচতে চাই।

/এসএস/এমএস/
সম্পর্কিত
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
সর্বশেষ খবর
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর জানাজা সম্পন্ন
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর জানাজা সম্পন্ন
কার খেলা কবে, জানা যাবে রবিবার
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকার খেলা কবে, জানা যাবে রবিবার
খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ