X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জ্বালানির মূল্যবৃদ্ধি: ফিলিং স্টেশনগুলোতে বাইক ও প্রাইভেটকারের ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২২, ১৫:৫৭আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৬:৩১

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘটনায় রাজধানীতে গণপরিবহনের চলাচল সীমিত হয়ে পড়েছে। বিভিন্ন সড়কে মোটরসাইকেলের উপস্থিতি কমলেও ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইন দেখা গেছে। বাইকের পাশাপাশি পাম্পে তেল নিতে প্রাইভেটকারেরও দীর্ঘ লাইন ছিল। তবে বাসের ক্ষেত্রে তেমনটি দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, বেশিরভাগ পেট্রোল পাম্পে একটি মেশিন থেকে তেল সরবরাহ করা হচ্ছে। ফলে বাইক ও প্রাইভেট কারগুলোকে তেল পেতে দীর্ঘ সময় লাইনে অপেক্ষায় থাকতে হয়।  এ ছাড়া তেলের দাম নিয়েও পাম্প কর্মচারীদের সঙ্গে অনেক বাইকারের বাগ-বিতণ্ডায় জড়াতে দেখা যায়। তাতেও তেল সরবরাহ করতে বিলম্ব হচ্ছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে শুক্রবার (৫ আগস্ট) রাত ১১টার পর থেকে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে বাইকারদের ভিড় বাড়তে থাকে। তেল না পেয়ে আসাদ গেটের পেট্রোল পাম্পসহ বেশ কিছু পাম্পে বিক্ষোভ করেন বাইকাররা। আগারগাঁও, শেওড়াপাড়া, রামপুরা এলাকাসহ অনেক পাম্পে তেল নিতে বাইকারদের দীর্ঘ লাইন দেখা যায়।

শনিবার (৬ আগস্ট) সকাল থেকে সড়কে তেলচালিত যানবাহন কম নামলেও আসাদ গেট পেট্রোল পাম্পে বাইকারদের লাইন ধরতে দেখা যায়। একই চিত্র দেখা গেছে রাজধানীর অন্যান্য পাম্পগুলোতেও।

একজন বাইকার বাংলা ট্রিবিউনকে বলেন, শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবর আসার পরপরই পাম্পগুলো তেলের সরবরাহ কমিয়ে দেয়। রাতে তেল নিতে না পেরে শনিবার সকালে ফের পাম্পে এসে দেখি একই অবস্থা। এখন তেল ছাড়া তো বাইক চলবে না। তাই লাইনে অপেক্ষা করছি।

তেলের নতুন দাম নিয়ে পাম্প কর্মচারীদের সঙ্গে বেশ কিছু বাইকারকে বাগ-বিতণ্ডায় জড়াতে দেখা গেছে। তারা একটি মেশিন থেকে তেল দেওয়া এবং তেলের বর্ধিত দাম নিয়ে উচ্চবাচ্য করছিলেন। এসময় কর্মচারীরা তাদের বলেন, আপনাদের কিছু বলার থাকলে পাম্প অফিসে গিয়ে বলেন, আমরা কেবল তেল সরবরাহের দায়িত্বে আছি।

আরও পড়ুন:

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না