X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তেল নিতে রাজধানীর পাম্পগুলোতে ভিড় 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২২, ০১:৫৫আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৯:২৪

জ্বালানি তেলের দাম বাড়ার খবরে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল চালকেদের ভিড় দেখা গেছে। শুক্রবার (৫ আগস্ট) রাতে দামবৃদ্ধির খবরে রাজধানীর বিভিন্ন পাম্পে বাইকাররা ভিড় জমান। তেল না পেয়ে আসাদ গেটের পেট্রোল পাম্পে বাইকাররা বিক্ষোভও করেছেন।  

শুক্রবার রাত সোয়া ১২টার দিকে (৬ আগস্ট) আসাদগেট পেট্রোল পাম্পে তেল নিতে আসা এক বাইকার বাংলা ট্রিবিউনকে বলেন, রাতে জ্বালানি তেলের দাম বাড়ার খবরে ব্যাপকহারে বাইকাররা পাম্পে আসছেন। রাত ১১টার মধ্যে যারা এসেছেন, তারা পুরনো রেটে তেল নিয়েছেন। তবে ১২টার পরে আসা কাউকে পাম্পে ঢুকতে দেওয়া হয়নি। যারা ১১টার মধ্যে এসেছিলেন, তাদেরকেও শুরুতে নতুন দামে তেল দেওয়ার চেষ্টা করেছিল পাম্প কর্তৃপক্ষ। পরে বাইকাররা তাৎক্ষণিক বিক্ষোভ করলে পুরনো দামেই তেল দেওয়া হয়। 

রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখার সময় আসাদ গেটের পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন একাধিক বাইকার। বাইকার সুমন, নাঈম, জাহিদ, শোভন জানান, তারা এখন তেল সংগ্রহ করতে পেরেছেন এবং সেটা পুরনো দামেই। 

 পেট্রোল পাম্প এলাকায় বিশৃঙ্খলা এড়াতে পুলিশি টহল মোহাম্মদপুর থানা পুলিশ রাত সাড়ে ১২টায় জানায়, তেলের দাম বাড়ার পর অনেকেই পাম্পে তেল নিতে আসেন। কিন্তু রাত ১২টার আগে মোহাম্মদপুরের দুটি তেলের পাম্প তেল দিতে অস্বীকৃতি প্রকাশ করায় উত্তেজনার সৃষ্টি হয়। মোটরসাইকেল নিয়ে যারা এসেছিলেন তেল নিতে তারা রাস্তায় অবস্থান নেন। তেল না দেওয়ার কারণে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। এ সময় যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়। খবর পেয়ে পুলিশের বেশ কয়েকটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে সব কিছু স্বাভাবিক হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তেল নিতে রাজধানীর পাম্পগুলোতে ভিড়  এদিকে রাজধানীর আগারগাঁও তালতলার হাসান ফিলিং স্টেশন, শেওড়াপাড়ার সোহরাব ফিলিং স্টেশন ও সার্ভিস সেন্টারে সাড়ে ১১টা থেকে কয়েকশ' বাইক তেল নিতে লাইন দেয়। কেবল একটি মেশিন দিয়ে তেল সরবরাহ করায় দীর্ঘ লাইন তৈরি হয়। 

 এছাড়া মালিবাগ ও বিশ্বরোডের একাধিক ফিলিং স্টেশনেও বাইকারদের তেলের জন্য লাইন ধরতে দেখা গেছে। কয়েকজন বাইকার জানান, জ্বালানির দাম বাড়ার খবর আসার পর থেকে স্টেশনগুলো তেল বিক্রি কমিয়ে দেয়।  ১২টার পর নতুন দামে তেল বিক্রি করতেই তাদের এই চেষ্টা ছিল। 

তবে এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হননি। 

 

আরও পড়ুন:

জ্বালানি তেলের দাম বাড়লো
শনিবার থেকে চট্টগ্রামে বাস না চালানোর সিদ্ধান্ত 
তেল নিতে পাম্পে ভিড়
তেল না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

/এসটিএস/আরটি/এমএস/টিটি/
সম্পর্কিত
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি