X
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১

ঈদযাত্রার দ্বিতীয় দিনে স্বস্তিতে ঘরে ফিরছেন ট্রেনের যাত্রীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৪, ১৪:৩০আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১৫:০৪

ঈদুল ফিতরকে সামনে রেখে শুরু হয়েছে ঘরমুখো মানুষের যাত্রা। সপ্তাহজুড়ে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার ‘যুদ্ধ’ শেষে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দ্বিতীয় দিনেও ভোগান্তিহীনভাবেই যাত্রা শুরু হয়েছে ঘরমুখো মানুষের। অন্যান্য বারের মতো স্টেশনে উপচে পড়া ভিড় বা সিডিউল বিপর্যয় নেই। কমলাপুর থেকে নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ট্রেন। গত ২৫ মার্চ যেসব যাত্রী অগ্রিম টিকিট পেয়েছেন তারা আজ এই স্টেশন থেকে যাচ্ছেন দেশের বিভিন্ন গন্তব্যে।

সরেজমিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে, ট্রেনে যাত্রীচাপ স্বাভাবিক রয়েছে। শিডিউল বিপর্যয় ছাড়াই কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেছে সব ট্রেন। এ দিন ৬৭ জোড়া ট্রেন কমলাপুর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

স্টেশনে যাত্রীদের ভিড় নেই

কমলাপুরে যাত্রীদের নিরাপত্তায়ও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পজ মেশিন দিয়ে টিকিট ভেরিফাই করে তারপর প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। প্ল্যাটফর্মে বিনা টিকিটের যাত্রী প্রবেশ রোধ করতে স্কাউট এবং রেড ক্রিসেন্টের সদস্যরাও কাজ করছেন। যাত্রীরা বলছেন, শেষ পর্যন্ত এই প্রক্রিয়া অনুসরণ করলে ঈদযাত্রা নির্বিঘ্ন হবে।

একতা এক্সপ্রেসের যাত্রী ফারহান জনি বলেন, ‘অনলাইনে টিকিট পেতে একটু ঝামেলা হলেও স্টেশনে এসে কোনও ভোগান্তিতে পড়তে হয়নি। যথা সময়েই প্ল্যাটফর্মে ট্রেন এসেছে। এছাড়া টিকিটবিহীন যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে না পারায় ভিড়ও কম।’

যাত্রার অপেক্ষায় যাত্রীরা

কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ বলছে, এখন যাত্রীর চাপ না বাড়লেও শনিবারের পর থেকে ভিড় বাড়বে। সে জন্য রাখা হয়েছে স্পেশাল ট্রেন সার্ভিস। বাড়ানো হবে নিরাপত্তা ব্যবস্থাও।

রেলওয়ের কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ২০ জোড়া ট্রেন যথাসময়ে কমলাপুর ছেড়ে গেছে। আজ ৪২ জোড়া আন্তনগর ট্রেন এবং লোকাল-কমিউটার মিলে ২৫টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে যাবে।’

৪২ জোড়া আন্তনগর ট্রেন এবং লোকাল-কমিউটার মিলে ২৫টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে যাবে আজ

এ দিকে দ্বিতীয় দিনের মতো ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। আজ বিক্রি হচ্ছে ১৪ এপ্রিলের টিকিট। যাত্রীদের অনলাইনে এই টিকিট কিনতে হচ্ছে।

এবার রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয় এবং পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে। এছাড়া যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে স্টেশন থেকে পাওয়া যাবে। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। এই টিকিট ফেরত দেওয়া যাবে না।

ছবি: প্রতিবেদক

/এএইচএ/আরকে/
সম্পর্কিত
রাজধানীর মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা
কেরানীগঞ্জের ইউপি চেয়ারম্যান ইকবাল নিউ মার্কেট থেকে গ্রেফতার
একজনের কাছে পাওয়া গেলো ট্রেনের ১৩০ টিকিট
সর্বশেষ খবর
ইউরোপের পোশাকের বাজারে বাংলাদেশের বড় উত্থান
ইউরোপের পোশাকের বাজারে বাংলাদেশের বড় উত্থান
রাজধানীর মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীর মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা
কেরানীগঞ্জের ইউপি চেয়ারম্যান ইকবাল নিউ মার্কেট থেকে গ্রেফতার
কেরানীগঞ্জের ইউপি চেয়ারম্যান ইকবাল নিউ মার্কেট থেকে গ্রেফতার
আ.লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে যা বললেন নাহিদ ইসলাম
আ.লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে যা বললেন নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
বরিশালে নাহিদ ইসলামের পথ আটকে বিক্ষোভ
বরিশালে নাহিদ ইসলামের পথ আটকে বিক্ষোভ
প্রতিটি বাড়ি যেন একেকটি পোশাক কারখানা
প্রতিটি বাড়ি যেন একেকটি পোশাক কারখানা
ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত
আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত
আপাতত দেশে ফিরছেন না তারেক রহমান
আপাতত দেশে ফিরছেন না তারেক রহমান
হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা: মাঝপথ থেকে ঢাকায় ফিরলো বিমানের ফ্লাইট
হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা: মাঝপথ থেকে ঢাকায় ফিরলো বিমানের ফ্লাইট