X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মিরপুর এলাকায় ভোটার উপস্থিতি কম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৪

ভোটাকেন্দ্রের বাইরে দলীয় কর্মী সমর্থকদের ভিড় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মিরপুর,পল্লবী ও কাফরুল এলাকার ভোট কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি খুব একটা নেই। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টা পর্যন্ত এসব এলাকার কোনও ভোটকেন্দ্রেই ভোটার উপস্থিতি খুব একটা ছিল না। তবে কেন্দ্রগুলোর সামনে ও আশপাশের এলাকায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। তবে বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনি এজেন্ট চোখে পড়েনি। 

ডিএনসিসি’র ১৪ নম্বর ওয়ার্ডের আর্দশ উচ্চ বিদ্যালয়ে ২৯টি বুথ। বেলা ১১টা পর্যন্ত কোনোটি ৭৫, কোনোটিতে ১০০, কোনোটিতে ২৫০ ভোটার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তারা।

ভোটকেন্দ্র ও  আশপাশের এলাকায় আতিকুল ইসলামের সমর্থকদের সরব উপস্থিতি দেখা গেছে। কেন্দ্রের ভেতরে ভোটারদের দু’টি লাইন দেখা গেলেও বুথগুলোয় ভোটার উপস্থিতি ছিল কম।

ভোট দেওয়ার পর সাবিনা রহমান নামে এক ভোটার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইভিএমে ভোট দেওয়া নিয়ে কিছুটা বিভ্রান্তি ছিল। তবে ভোট দিতে গিয়ে সেই বিভ্রান্তি কেটে গেছে।’ পছন্দের প্রার্থীকেই ভোট দিয়েছেন বলে জানান তিনি।

ভোটাকেন্দ্রের বাইরে দলীয় কর্মী সমর্থকদের ভিড় আশিকুর রহমান নামে আরেক ভোটার বলেন, কেন্দ্রের ভেতরে ও বাইরে আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সরব উপস্থিতির কারণে বিএনপির মেয়র-কাউন্সিলর প্রার্থীর সমর্থক ও ভোটাররা ভোট দিতে আসছেন না।

১৩ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ৯৫ হাজার। ভোটকেন্দ্র ৩৫টি। এই ওয়ার্ডের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (বালক শাখা) ভোট কেন্দ্রের সামনে ও ভেতরেও আওয়ামী লীগ সমর্থক মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সরব উপস্থিতি দেখা গেছে। কেন্দ্রটিতে তাবিথের কোনও এজেন্টের দেখা মেলেনি।

এই কেন্দ্রের ভোটার মোহাম্মদ আউয়াল বলেন, ‘এখানে ভোটার উপস্থিতি কম হলেও আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকদের ভিড় আছে। ’

ভোটাকেন্দ্রের বাইরে দলীয় কর্মী সমর্থকদের ভিড়

ভোট দিয়ে বের হওয়ার পর সাদেক নামে এক ভোটার জানান,বুথে সবাই অলস সময় কাটাচ্ছেন।

এছাড়া হাজী আশ্রাফ আলী হাইস্কুল, সালাউদ্দিন শিক্ষালয়, হাজী ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নর্থ-সাউথ কিন্ডারগার্টেন, স্কলার কিন্ডারগার্টেন, হালিম ফাউন্ডেশন উচ্চ বিদ্যালয়, গ্লোরি স্কুল, আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয় ও গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র ঘুরে একই চিত্র দেখা গেছে।

আরও পড়ুন- 

ভোটার উপস্থিতি কম, কিছু কেন্দ্রে বাধার অভিযোগ

 

১৪টি অভিযোগ পেয়েছি: উত্তরের রিটার্নিং কর্মকর্তা

তাপসকে ভোট দিলেন প্রধানমন্ত্রী

আশা করি ঢাকাবাসী নিরাশ করবে না: তাপস

কোনোকিছুই আমাদের আটকাতে পারবে না: ইশরাক

‘নৌকার কোনও ব্যাক গিয়ার নেই’

কেন্দ্রে ভোটারদের ঢুকতে না দেওয়ার অভিযোগ তাবিথের

 

 

/ডিএস/এসটি/
সম্পর্কিত
পরিকল্পনাবিহীন ডিগ্রি অর্জনের কারণে বেকার থাকতে হচ্ছে: সালমান এফ রহমান 
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, লক্ষাধিক টাকা জরিমানা
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী