X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভোটার উপস্থিতি কম, কিছু কেন্দ্রে বাধার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৬

ভোটার নেই কেন্দ্রে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে এই দুই সিটিতে। সকাল ৮টায় এই ভোট শুরু হয়। তবে বেলা ১০টা পর্যন্ত বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম। কিছু কেন্দ্রে ভোটার নেই বললেই চলে। নির্বাচনি দায়িত্ব পালনকারীদের অলস সময় পার করতে দেখা গেছে এসব কেন্দ্রে। দক্ষিণ সিটি করপোরেশনের একটি কেন্দ্রের সামনে দুই কমিশনার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল কেন্দ্রে ভোটার নেই

রাজধানীর উত্তরা, মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, যাত্রাবাড়ী, পুরান ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি খুব কম। হাতেগোনা দুয়েকটি কেন্দ্র ছাড়া কোথাও ভোটারদের লাইন ছিল না। দুয়েকজন ভোটার এসে ভোট দিয়ে বের হয়ে যাচ্ছেন।  

বারিধারায় কালাচাঁদপুর স্কুলকেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ে তিনটি। উত্তরায় ৫ নম্বর সেক্টরে আইইএস স্কুল ও কলেজ কেন্দ্রে ভোটার নেই

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে পাঁচটি বুথ করা হয়েছে। মোট ভোটার ১৬৮৪ জন। বুথগুলো ঘুরে দেখা যায়, কোনও ভোটার নেই। ২ নম্বর বুথে ২৯১ জন ভোটারের মধ্যে ১১ জন ভোট দিয়েছেন সকাল ১০টা পর্যন্ত। এই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার সাধন কুমার বলেন, ‘ভোটার উপস্থিতি ১ পারসেন্টও না। বলতে গেলে একেবারেই ভোটার নেই।’ যাত্রাবাড়ীতে ভোট শুরুর পর একটি কেন্দ্রে লাইন ছিল ভোটারদের

মগবাজারে শের-ই-বাংলা স্কুল ও কলেজ কেন্দ্রে কোনও ভোটার চোখে পড়েনি। ভোটার না থাকায় বারান্দায় রোদ পোহাতে দেখা যায় পোলিং কর্মকর্তাদের। মগবাজারে ভোটারবিহীন কেন্দ্রে অলস সময় পার করছেন নির্বাচনি কর্মকর্তারা

রা‌য়ের বাজারে লোটাস ইন্টারন্যাশনাল স্কুল ভোট‌কেন্দ্রে কোনও লাইন চোখে পড়েনি। ছয়টি ভোটক‌ক্ষে প্রথম এক ঘণ্টায় ভোট দিতে আসেন ২০ জন। কে‌ন্দ্রের দা‌য়িত্বরত পু‌লিশ সদস্য শ‌ফিক এই তথ্য নিশ্চিত করেন। গেন্ডারিয়ায় দুই কমিশনার প্রার্থীর সমর্থকদের ভাঙচুর

এদিকে গেন্ডারিয়া হাইস্কুলের সামনে দুই কমিশনারের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। কেন্দ্রের বাইরে চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। এই সংঘর্ষের জেরে ওই কেন্দ্রে ভোট গ্রহণ কিছুক্ষণ বন্ধ ছিল। নারিন্দায় ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ

নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। 

বাধার অভিযোগ বিএনপির

কেন্দ্রে ভোটারদের ঢুকতে না দেওয়া এবং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির দুই মেয়র প্রার্থী। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় গুলশান-২ এর মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দেওয়ার পর উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান। এসময় তিনি এসব অভিযোগ করেন।   এজেন্ট ও ভোটারদের বাধার অভিযোগ করেন তাবিথ আউয়াল

সকাল সাড়ে ৮টার দিকে কালাচাঁদপুর স্কুল কেন্দ্রে যান তাবিথ। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘এ কেন্দ্রে ভোটারদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমাদের এজেন্টদেরও বের করে দিয়েছে। আমি এসেছি যেন ভোটারদের অন্তত প্রবেশ নিশ্চিত করতে পারি।’ কেন্দ্রে  উপস্থিত থাকা পুলিশ সদস্যদের কাছে তিনি অভিযোগ জানান। সরেজমিনে দেখা গেছে, এই কেন্দ্রটি ভোটার শূন্য। গণমাধ্যমের কর্মীদের দেখে লাইনে দাঁড়ান নৌকার কার্ডধারী লোকজন। তবে লাইনে দাঁড়ালেও কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়নি। ভোটের শেষ পর্যন্ত মাঠে থাকার অঙ্গীকার ইশরাক হোসেনের

বনশ্রী আইডিয়াল স্কুলেও ভোটার ও এজেন্ট প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ করেন তাবিথ। সকাল ৯টা ২০ মিনিটের দিকে এই কেন্দ্রে আসেন তিনি। ৯টা ৫০ মিনিটের দিকে শের-ই-বাংলা স্কুল ও কলেজ পরিদর্শন করে ভোটার ও এজেন্টদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেন তাবিথ।

পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা শুনেছি, কয়েকটি কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা ম্যাজিস্ট্রেটদের অবহিত করেছি। আমি সশরীরে কেন্দ্রে কেন্দ্রে ঘুরবো। কোনোকিছুই আমাদের আটকাতে পারবে না।’ ভোট দিলেন আতিকুল ইসলাম

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর গোপীবাগের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট দেন তিনি। এরপর সাংবাদিকদের তিনি বলেন, ‘ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার জন্য যা যা করা দরকার, সব করবো।’

উত্তরের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম উত্তরা নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজে ভোট দিয়েছেন। মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম ভোট শেষে ডিএনসিসির ১৭ নম্বর ওয়ার্ডের কুর্মিটোলা হাইস্কুল ভোটকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে ভোটারদের উপস্থিতি ভালো রয়েছে। ভোট দিলেন ফজলে নূর তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস। এ সময় জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে তিনি বলেন, ‘নির্বাচনে হারজিত থাকতে পারে, তবে এখন পর্যন্ত আমরা আশাবাদী, ঢাকাবাসী আমাদের নিরাশ করবে না।’ নির্বাচনের পরিবেশের ব্যাপারে তাপস বলেছেন, ‘এখন পর্যন্ত পরিবেশ ঠিক আছে বলেই মনে হচ্ছে। শেষ পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যেনো বজায় থাকে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন কেন্দ্রের ২০০ এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেছে ইসলামী আন্দোলন। দলটির উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটি মিডিয়া সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ বলেন, শনিবার (১ ফেব্রুয়ারি) নির্বাচনের দিন উত্তরা, গুলশান, তেজগাঁও, মোহাম্মদপুর, শেরেবাংলা, ভাষানটেক, দারুস সালাম ও হাতিরঝিল থানার ২৫টির বেশি কেন্দ্র থেকে হাতপাখার দুই শতাধিক পোলিং এজেন্টকে জোরপূর্বক বের করে দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

আজ বিকাল ৪টা পর্যন্ত ভোট চলছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ইসি সবার সহযোগিতা চেয়েছে। একইসঙ্গে ভোটারদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে তাদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগেরও অনুরোধ করেছে ইসি। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে বৃহস্পতিবার মাঠে নেমেছে বিজিবি, র‍্যাব ও পুলিশের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।

আরও পড়ুন- 
তাপসকে ভোট দিলেন প্রধানমন্ত্রী

ভোট দিলেন আতিক ও তাবিথ

আশা করি ঢাকাবাসী নিরাশ করবে না: তাপস

কোনোকিছুই আমাদের আটকাতে পারবে না: ইশরাক

/সিএ/জেএ/এইচএন/এএইচআর/এসএস/টিএন/এফএস/এমএমজে/
সম্পর্কিত
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়