X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পরিবেশবান্ধব জ্বালানিতে জোর দেওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২১, ১৯:৪২আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৯:৪২

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন জ্বালানির ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আসন্ন ২৬তম জলবায়ু সম্মেলনে বিশ্বের প্রতিটি দেশের জন্য এ বিষয়ে আইনি বাধ্যবাধকতা প্রতিষ্ঠিত করা প্রয়োজন বলে মনে করেন তারা। শনিবার (২৩ অক্টোবর) ঢাকার সিরডাপ মিলনায়তনে প্রাণ-প্রকৃতি সুরক্ষা মঞ্চ আয়োজিত পরামর্শ কর্মশালায় এসব অভিমত উঠে আসে।

বক্তারা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি, বাস্তুচ্যুতি, খাদ্য নিরাপত্তাহীনতা, সুপেয় পানির অপ্রতুলতা, স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধিসহ বিভিন্ন ধরনের সমস্যা মোকাবিলা করছে বাংলাদেশের জনগণ। তাদের মধ্যে নারী ও শিশুদের কষ্ট অনেক বেশি। শুধু বাংলাদেশ নয়, অনেক দরিদ্র দেশের জনগণ জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা করতে বাধ্য হচ্ছে। জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক বিষয়। তাই সারাবিশ্বকে মিলে একত্রে কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে হওয়া সব ধরনের ক্ষয়ক্ষতির আইনি সমাধান বের করে উদ্বাস্তুদের রক্ষা ও ক্ষতিপূরণ দিতে হবে। ঋণ বা কারও দান নয়, ন্যায্যতা ও ক্ষতিপূরণ দিতে হবে।’

স্কটল্যান্ডের গ্লাসগো শহরে আগামী ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ২৬তম জলবায়ু সম্মেলন।

বিশেষজ্ঞদের মন্তব্য, ‘প্রযুক্তি রূপান্তরের ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে আছি, এদিকে আমাদের নজর দেওয়া দরকার। এবারের সম্মেলনে এ নিয়ে আলোচনার সময় আমাদের মতো দুর্বল রাষ্ট্রগুলোর সঙ্গে জোট করতে হবে।’

ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলমের সভাপতিত্বে ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়ার সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. আইনুন নিশাত, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. তারিকুল ইসলাম, মৎস্য ও হাওর জলাশয় বিশেষজ্ঞ ড. সৈয়দ আলী আজহার, খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, বেলা’র প্রতিনিধি বারিস হাসান চৌধুরী, অ্যাডভোকেট কুদরাত-ই খুদাসহ অনেকে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক গৌরাঙ্গ নন্দী।

/এসএনএস/জেএইচ/
সম্পর্কিত
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
সর্বশেষ খবর
ঐকমত্য কমিশনের সপ্তম দিনের বৈঠক: যেসব বিষয়ে হবে আলোচনা
ঐকমত্য কমিশনের সপ্তম দিনের বৈঠক: যেসব বিষয়ে হবে আলোচনা
ওয়ারীতে আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ার কারণ জানালো ফায়ার সার্ভিস
ওয়ারীতে আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ার কারণ জানালো ফায়ার সার্ভিস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
গোয়ালন্দে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত কৃষক-খামারিরা
গোয়ালন্দে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত কৃষক-খামারিরা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!