প্রকৃতিতে এখন হেমন্তকাল। হেমন্তের আকাশ সাধারণত পরিষ্কার থাকে। এ সময় সূর্যের প্রখর আলোয় আকাশে ঘুরে বেড়ায় পেঁজা তুলোর মতো সারি সারি মেঘ। ঋতুর এসব বৈশিষ্ট্য পাল্টে গিয়ে হেমন্তের আকাশে এখন মেঘের ঘনঘটা। বৈশাখের মতো কালো হয়ে আছে আকাশ। রাজধানীসহ সারা দেশেই হচ্ছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আকাশে যে সঞ্চালনশীল মেঘের সৃষ্টি হয়েছিল, তারই প্রভাবে এই বৃষ্টি হচ্ছে।