ছাত্রলীগের প্রথম সভাপতি এবং ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারের সাবেক এমএলএ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষা সৈনিক অ্যাডভোকেট মরহুম দবিরুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন হেনা মারা গেছেন। (ইন্নাহ লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি তিন ছেলে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দবিরুল ইসলামের নাতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ হাফিজুর রহমান রিয়েল এ সব তথ্য জানান।
তিনি জানান, রবিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় জানাজা শেষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বামুনিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে আবেদা খাতুন হেনাকে দাফন করা হবে।