বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারপারসন অ্যাডভোকেট সিগমা হুদা মারা গেছেন। বুধবার (১৭ জুলাই) রাত ৮টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তৃণমূল বিএনপির নেতা আক্কাস আলী খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
প্রসঙ্গত, সিগমা হুদা প্রয়াত সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী। গত বছরের ২৩ ফেব্রুয়ারি তিনি মারা যান।
আক্কাস আলী খান বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার (১৮ জুলাই) ভোরে ফজরের নামাজের পর রাজধানীর ধানমন্ডি ৭ নম্বরের বায়তুল আমান মসজিদে সিগমা হুদার প্রথম জানাজা হবে। এরপর দোহারে জোহরের নামাজের পর দুটি জানাজা শেষে তাকে সেখানে দাফন করা হবে।
প্রসঙ্গত, সিগমা হুদার বাবা প্রয়াত আকবর কবির ছিলেন জিয়াউর রহমানের ক্যাবিনেটে তথ্য উপদেষ্টা। উন্নয়ন সংগঠন নিজেরা করি’র প্রধান নির্বাহী খুশি কবির তার বড় বোন।