X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

আমার অবস্থাও সাত খুনের মতো হতে পারে: শ্যামল কান্তি ভক্ত

জাকিয়া আহমেদ
২০ মে ২০১৬, ১৬:৫২আপডেট : ২০ মে ২০১৬, ১৭:০৫

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শ্যামল কান্তি ভক্ত শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে প্রধান শিক্ষক হিসেবে স্বপদে বহাল করা হলেও নারায়ণগঞ্জে থাকা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ মানেই ওসমান পরিবার। যেকোনও মুহূর্তেই আমার ওপর হামলা হতে পারে। আমার অবস্থাও সাত খুন ঘটনার মতো হতে পারে।’ শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বাংলা ট্রিবিউনকে তিনি এমন আশঙ্কার কথা বলেন।
এর আগে দুপুর ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য শ্যামল কান্তি ভক্তকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। স্বেচ্ছায় ঢাকা মেডিক্যালে এসেছেন কিনা—এমন প্রশ্নের জবাব তিনি বলেন, ‘‘আমি নিজের ইচ্ছায় আসিনি। আমাকে হাসপাতাল থেকে জানানো হয়েছে, ‘আপনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বদলি করা হচ্ছে।’’
শিক্ষা মন্ত্রণালয় তাকে চাকরিতে বহাল রাখায় তিনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ ও সালাম। সেলিম ওসমান ছাড়া দেশবাসীকে কোটি কোটি সালাম।’ মাধ্যমিক ও শিক্ষা (মাওশি) বোর্ডের তদন্ত কমিটির ফল বিষয়ে তিনি বলেন, ‘আমি বিচার পাব কি না, জানি না। যদি আমি সৎ কর্ম করে থাকি, যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা না হয়, তাহলে আমি বিচার পাব।’
আরও পড়তে পারেন: আমার গালে থাপ্পড় মেরেছেন সেলিম ওসমান: শ্যামল কান্তি ভক্ত

তদন্তে এমপি সেলিম ওসমানের সংশ্লিষ্টতা না পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি সাধারণ শিক্ষক, রাজনীতিবিদ নই। এ প্রসঙ্গে আমার বলার কিছু নেই। তবে যেই ছাত্রকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে, সেই ছাত্র স্বীকার করেছে আমি ধর্ম সম্পর্কে কিছু বলেনি। তার জবানবন্দি আমি তদন্ত কমিটির কাছে চেয়েছিলাম। তবে সেটা আমাকে দেওয়া হয়নি।’

/এনএস/এসটি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় ইন্দোনেশিয়ার সঙ্গে কাজ করতে চায় চীন
ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় ইন্দোনেশিয়ার সঙ্গে কাজ করতে চায় চীন
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত
একনেকর অনুমোদন পেলেই ঢাবি পাবে আরও ৯টি হল: ভিসি
একনেকর অনুমোদন পেলেই ঢাবি পাবে আরও ৯টি হল: ভিসি
পেট্রলপাম্পগুলোতে ধর্মঘট চলছে
পেট্রলপাম্পগুলোতে ধর্মঘট চলছে
সর্বাধিক পঠিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
জয়নুল হক সিকদারের স্ত্রীসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জয়নুল হক সিকদারের স্ত্রীসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিমানের প্রধান ফ্লাইট পার্সারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
বিমানের প্রধান ফ্লাইট পার্সারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ