X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

আমার অবস্থাও সাত খুনের মতো হতে পারে: শ্যামল কান্তি ভক্ত

জাকিয়া আহমেদ
২০ মে ২০১৬, ১৬:৫২আপডেট : ২০ মে ২০১৬, ১৭:০৫

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শ্যামল কান্তি ভক্ত শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে প্রধান শিক্ষক হিসেবে স্বপদে বহাল করা হলেও নারায়ণগঞ্জে থাকা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ মানেই ওসমান পরিবার। যেকোনও মুহূর্তেই আমার ওপর হামলা হতে পারে। আমার অবস্থাও সাত খুন ঘটনার মতো হতে পারে।’ শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বাংলা ট্রিবিউনকে তিনি এমন আশঙ্কার কথা বলেন।
এর আগে দুপুর ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য শ্যামল কান্তি ভক্তকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। স্বেচ্ছায় ঢাকা মেডিক্যালে এসেছেন কিনা—এমন প্রশ্নের জবাব তিনি বলেন, ‘‘আমি নিজের ইচ্ছায় আসিনি। আমাকে হাসপাতাল থেকে জানানো হয়েছে, ‘আপনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বদলি করা হচ্ছে।’’
শিক্ষা মন্ত্রণালয় তাকে চাকরিতে বহাল রাখায় তিনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ ও সালাম। সেলিম ওসমান ছাড়া দেশবাসীকে কোটি কোটি সালাম।’ মাধ্যমিক ও শিক্ষা (মাওশি) বোর্ডের তদন্ত কমিটির ফল বিষয়ে তিনি বলেন, ‘আমি বিচার পাব কি না, জানি না। যদি আমি সৎ কর্ম করে থাকি, যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা না হয়, তাহলে আমি বিচার পাব।’
আরও পড়তে পারেন: আমার গালে থাপ্পড় মেরেছেন সেলিম ওসমান: শ্যামল কান্তি ভক্ত

তদন্তে এমপি সেলিম ওসমানের সংশ্লিষ্টতা না পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি সাধারণ শিক্ষক, রাজনীতিবিদ নই। এ প্রসঙ্গে আমার বলার কিছু নেই। তবে যেই ছাত্রকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে, সেই ছাত্র স্বীকার করেছে আমি ধর্ম সম্পর্কে কিছু বলেনি। তার জবানবন্দি আমি তদন্ত কমিটির কাছে চেয়েছিলাম। তবে সেটা আমাকে দেওয়া হয়নি।’

/এনএস/এসটি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল