উপজেলা নির্বাচনি কর্মকর্তাকে মারধরের ঘটনার মামলায় চট্টগ্রামের বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর আগাম জামিনের আবেদন নাকচ করে তাকে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২০ জুনের মধ্যে নিম্ন আদালতে তাকে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
ঢাকায় উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেছিলেন আওয়ামী লীগের এ সংদস সদস্য। তার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আবদুল বাসেত মজুমদার।
আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর। সাংবাদিকদের তিনি বলেন, আদালত আগাম জামিনের আবেদন খারিজ করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
বাঁশখালী উপজেলা নির্বাচনী কর্মকর্তা জাহিদুল ইসলাম গত ৩ জুন বাঁশখালীর সংসদ সদস্য মুস্তাফিজের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘ফর্দ অনুযায়ী’ ভোটগ্রহণ কর্মকর্তা ‘নিয়োগ না দেওয়ায়’ ১ জুন ওই সংসদ সদস্য ও তার লোকজন ইউএনও কার্যালয়ে ডেকে নিয়ে তাকে মারধর করেন।
/এসএনএইচ/ এপিএইচ/