X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

গুলিস্তানে অস্ত্রধারী সেই ২ ছাত্রলীগ নেতার জামিন বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৬, ০১:২৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ০৬:২৯

রাজধানীর গুলিস্তানে হকার উচ্ছেদের সময় প্রকাশ্যে অস্ত্র দিয়ে গুলি করায় ছাত্রলীগ থেকে বহিস্কৃত দুই নেতার জামিন বাতিল করেছে আদালত। রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম তাদের জামিন বাতিল করেন।

গুলিস্তানে অস্ত্রধারী সেই ২ ছাত্রলীগ নেতা জামিন বাতিল করা অস্ত্রধারী সেই নেতারা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক আশিকুর রহমান। অপরাধ ও তথ্য প্রসিকিউশন বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মিরাজউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাদের কাছে যে অস্ত্র ছিলো এবং তা থেকে ফাঁকা গুলি ছোঁড়া হয়েছিলো, সেই অস্ত্র ও গুলির অধিকতর তদন্তের জন্য জামিন বাতিল চেয়ে আদালতে আবেদন করলে আদালত তাদের জামিন বাতিল করেন। এছাড়াও তাদের সাতদিনের রিমান্ড চাওয়া হয়, তাদের গ্রেফতারের পর রিমান্ডের বিষয়ে শুনানি হবে।

এর আগে, শাহাবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইমরানুল ইসলাম দুই আসামির জামিন বাতিল চেয়ে আদালতে আবেদন করেন। শুনানির সময় আদালতে আসামিরা না থাকায় তাদের জামিন বাতিল করে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর গুলিস্তানে হকার উচ্ছেদের সময় এই দুই ছাত্রলীগ নেতা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করেন। এই ঘটনায় শাহাবাগ থানার উপ পরিদর্শক (এসআই) আবদুল মান্নান বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এই মামলায় ওই দুই ছাত্রলীগ নেতার নাম উল্লেখ করে এবং ৫০ থেকে ৬০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। ঘটনার পর কিছু দিন আত্মগোপনে থাকলেও গত ১৭ নভেম্বর আদালতে আত্মসমার্পন করে জামিন আবেদন করলে, আদালত তাদের জামিন দেয়।

/এআরআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে