X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক ছত্রছায়ায় চলে উত্তরার ‘কিশোর গ্যাং’ গ্রুপ

আমানুর রহমান রনি
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:৫৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৫

নিহত আদনানের বাবা কবির হোসেন রাজধানীর উত্তরায় স্কুল ও কলেজ পড়ুয়া কিশোরদের যেসব গ্যাং গ্রুপ রয়েছে তার নেপথ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রশ্রয় রয়েছে বলে অভিযোগ করেছে নিহত আদনান কবীরের বাবা কবির হোসেন। তিনি বলেন, ‘এমন ঘটনার পেছনে অভিভাবকদেরও দায় রয়েছে। তবে এ ধরনের ঘটনা এড়াতে শিক্ষা প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।’
মঙ্গলবার দুপুরে এক সাক্ষাৎকারে কবির হোসেন বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন।
গত ৬ জানুয়ারি সন্ধ্যায় ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আদনান কবিরকে খেলার মাঠে পিটিয়ে এবং কুপিয়ে মারাত্মক আহত করে অপর একটি কিশোর গ্রুপ। তাকে গুরুতর আহত অবস্থায় উত্তরার একটি হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার পর জানতে পারে উত্তরায় ‘পশ্চিমা গ্যাং সংস্কৃতি’ ও আধিপত্য বিস্তারকে ঘিরেই এই হত্যাকাণ্ড।
ঘটনার একমাস পর নিহতের বাবা এই গ্যাং প্রথার বিষয়ে রাজনৈতিক ছত্রছায়াকেও দায়ী কর বলেন, ‘উত্তরায় যত গ্যাং গ্রুপ আছে তার পেছনে কোনও না কোনও রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে। তরুণদের দিয়ে তারা এলাকায় আধিপত্য বিস্তার করায়। এলাকার অনেক শান্ত ছেলেদের গ্রুপে জোড় করে ভিড়ায় তারা। স্কুলের সবাই বলে, আমার ছেলে অনেক শান্ত ছিলো। তাকেও জোড় করে গ্রুপে ভিড়ানো হয়।’
তিনি আরও বলেন, ‘আমি গতবছর হঠাৎ ছেলের ভেতরে পরিবর্তন লক্ষ্য করি। এরপর আমি বিষয়টি জানার চেষ্টা করি। তখন সে মাইলস্টোনে পড়তো। তার সঙ্গে স্কুলে গিয়ে দেখি তার অনেক সহপাঠি স্কুলে বাইরে বসে দল বেঁধে সিগারেট টানছে। কেউ স্কুল ফাঁকি দিচ্ছে। তারা আদনানকেও দলে নিতে চায়। রাজী না হওয়ায় আমার ছেলেকে তারা ‘বয়লার মুরগী’ ডাকতো। এরপর আমি ছেলেকে কিছুদিন স্কুলে আসা নেওয়া করি। পরবর্তীতে তার স্কুল পরিবর্তন করে ফেলি। এরপরও ছেলেটাকে বাঁচাতে পারলাম না।’
অপর এক প্রশ্নের জবাবে কবির হোসেন বলেন, ‘গ্রুপগুলোর শক্তির উৎস রাজনৈতিক দল। তারা রাজনৈতিকভাবে আশ্রয়-প্রশ্রয়ে এরকম হয়ে যাচ্ছে। তারা এলাকার কাউকে মানছে না। তাদের কেউ প্রতিরোধ করতে আসলেই তাদের দেখে নেওয়ার হুমকি দেয়। এমনকি স্কুল শিক্ষকদেরও তারা শাসায়।’ আদনান, ছবি-সংগৃহীত
আদনার হত্যার পর তার বাবা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০/১২ জন তরুণ ও কিশোরকে আসামি করা হয়। ঘটনার পর পুলিশ ও র্যা ব অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজন করে মোট ১৪ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে এজাহারভুক্ত ও এজাহারের বাইরের আসামিও রয়েছে। ইতিমধ্যে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধি দিয়েছে। জবানবন্ধিতে হত্যায় জড়িত ১২ জনের নাম পেয়েছে পুলিশ। যারা এই হত্যা ও গ্যাং গ্রুপের সঙ্গে জড়িত।
নিহত আদনানের বাবা পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এখন পর্যন্ত আমি খুশি। তবে আরও খুশি হবো সবাই বিচারের আওতায় আসলে। আর যেন কোনও বাবা-মাকে এমন পরিস্থিতিতে পড়তে না হয়। এজন্য সবাইকে সচেতন হতে হবে।’
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) বিধান ত্রিপুরা জানিয়েছেন, ‘মামলার তদন্ত করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি। এরা গ্যাং গ্রুপ করে থাকে মূলত হিরোইজম দেখানোর জন্য। বৃহত্তর উত্তরার স্কুল ও কোচিং সেন্টারের পাশাপশি পরিচিতরা মিলে এই গ্যাং গ্রুপ চালিয়ে আসছিলো। এখানে সবশ্রেণির পরিবারের সন্তানরা রয়েছে। উত্তরার ডিসকো বয়েস, নাইন স্টার গ্রুড, সেভেন স্টার গ্রুপ, নাইন এমএম বয়েজ, বিগবস ইত্যাদি গ্রুপ তৈরি হয়।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর আমরা সব গ্রুপগুলোর তথ্য পেয়েছি। গ্রুপগুলোর কিছু সদস্যদের আমরা গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আমরা স্কুল চলাকালে ফাঁকি দিয়ে কাউকে দলবেধে আড্ডা দিতে দেখলে তাদের থানায় নিয়ে আসি। এরপর অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষকে অবহিত করে মুচলেকা নিয়ে ছেড়ে দিচ্ছি। ফলে গ্যাংদের কার্যক্রম উত্তরায় এখন নেই।’
ডিসি বলেন, ‘আদনান হত্যা মামলার তদন্ত ৯০ শতাংশ শেষ হয়েছে। এখনও প্রধান আসামি নাইমুর রহমান অনিকসহ পাঁচজন পলাতক রয়েছে। বাকিদের আমরা শিগগিরই গ্রেফতার করতে পারবো বলে আশা করছি।’

আরও পড়ুন-

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে ৪ জন ঢামেকে

পদ্মা সেতু নিয়ে চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই: নিলু

/এসএনএইচ/আপ-টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ